ইন্টারনেটে বাংলা ভাষায় তেমন একটা কন্টেন্ট ছিল না কিছু বছর আগেও। এখন হয়ত বিদেশী অনেক ভাষার থেকে আমরা অনেক পিছিয়ে আছি তবে সেই দিন অনেকটায় বদলে গিয়েছে। এখন বাংলা ভাষা অনেক সমৃদ্ধ ইন্টারনেট জগতে। সমানে পাল্লা দিয়ে বাড়ছে বাংলা ভাষায় ওয়েবসাইট। ব্লগে মাঝে মাঝেই দেখা যায় ওয়েবসাইট নিয়ে না না পোষ্ট তবে সেখানে বাংলাদেশী ওয়েবসাইট খুঁজে পাওয়া মুশকিল হয়ে পরে, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আমার চোখে সেরা কিছু বাংলাদেশী ওয়েবসাইট এর অ্যাড্রেস। এখানে দেওয়া সব গুলো ওয়েবসাইট এ আমার বক্তিগত পছন্দের, তাই অনেকের এর মতের সাথে নাও মিলতে পারে। তাই আপনাদের বক্তিগত পছন্দ কমেন্টে জানাতে পারেন। এখানের অনেক ওয়েবসাইট হয়ত আপনাদের বক্তিগত পছন্দের সাথে মিলেও যেতে পারে।
১। দরকারি তথ্য মূলক ওয়েবসাইটঃ বাংলাদেশের সরকারী ওয়েবসাইট গুলো খুবই বাজে টাইপ হয়। অনেক স্লো, কম নিরাপত্তা সম্পূর্ণ আর কম তথ্যপূর্ণ। এত সবের মাঝেও একটা ওয়েবসাইট আছে, যেটা কিনা অনেক তথ্যবহুল। এই লিস্টে স্থান পাওয়া এক মাত্র সরকারী ওয়েবসাইট হচ্ছে 'বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন'। এখানে আপনারা দরকারি অনেক, হ্যাঁ মশাই ঠিক শুনেছেন অনেককক তথ্য খুঁজে পাবেন একী যায়গায়।
২। প্রযুক্তিঃ প্রযুক্তি বা টেক নিয়ে খুব কম ওয়েবসাইট আছে বাংলা ভাষায়। যাও আছে তা তেমন মান সম্মত নয়। তবে কিছু মাস আগে চালু হওয়া 'টেকহাবস' নামের ওয়েবসাইট টা আমার কাছে অসাধারন লাগে। নতুন নতুন সব প্রযুক্তি বিষয়ক টপিক অনেক অনেক সহজ ভাষায় বর্ণনা করা হয়। সাথে ফ্রী হিসাবে আছে না না টিপস অ্যান্ড ট্রিকস।
৩। কবিতাঃ বাংলা ভাষার কবিতা অনেক সমৃদ্ধ। যুগে যুগে আমরা পেয়েছি অসাধারন সব কবিদের। এমনকি আমাদের এই সামুতেই আছেন অনেক প্রতিভাবান কবি। কবিতা খুজতে আমি ব্যবহার করি 'বাংলা কবিতা' নামের এই ওয়েবসাইট টি কবিতা।
৪। বিনোদনঃ 'বায়োস্কোপ' নামের এই ওয়েবসাইট এ আপনি খুঁজে পাবেন বাংলা নাটক, সিনেমা, টিভি সিরিজ আর লাইভ টিভি চ্যানেল। এর সেরা বিকল্প অবশ্যই 'ইউটিউব' কিন্তু আজ আমি শুধু বাংলাদেশী ওয়েবসাইট নিয়ে কথা বলব, তাই ইউটিউব আউট অফ টপিক।
৫। মুভি রিভিউঃ প্রতিদিনই রিলিজ পাচ্ছে কোন না কোন মুভি। এই ব্যস্ত জীবনে সব কি আর দেখা সম্ভব? মোটেই না! তো সমাধান কি? সমাধান হচ্ছে রিভিউ। রিভিউ ভালো লাগলেই আমরা মুভিটা দেখতে পারি। 'বায়োস্কোপ ব্লগ' নামের ব্লগে শুধু মুভি না আপনি বিভিন্ন গান, নাটক, টিভি সিরিজ এমন সব কিছুর রিভিউ পাবেন।
৬। শিক্ষাঃ আমি এখন যেই ওয়েবসাইট টি নিয়ে কথা বলব তা ইতোমধ্যে সারা বাংলাদেশে ব্যাপক হারে সারা ফেলে দিয়েছে। ওয়েবসাইটটির নাম হচ্ছে 'টেন মিনিট স্কুল'। কঠিন কঠিন সব টপিক কি সহজ ভাবেই না ব্যাখ্যা করা আছে এই ওয়েবসাইটে! শিক্ষার্থীদের মাস্ট ভিজিট করা উচিত। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি হলেও আমাদের মত ছেলে বুড়দের জন্য ও আছে না না শিক্ষণীয় টপিক। বিশ্ব বিখ্যাত 'খান একাডেমী' এর থেকে কোন অংশে কম নয় 'টেন মিনিট স্কুল'।
৭। অন্য রকম খবরঃ আপনি কি বিস্ময়কর, অদ্ভুত, মজার, ভৌতিক বা শিক্ষণীয় খবর পড়তে ভালবাসেন? তবে আপনার জন্য সেরা ওয়েবসাইট হচ্ছে 'রোয়ার মিডিয়া' নামের এই ওয়েবসাইট।
৮। টিউটোরিয়ালঃ আপনি কি কম্পিউটার, প্রোগ্রামিং, ইংলিশ, ফোটোগ্রাফী, শুদ্ধ বাংলা বা এমন কিছু শিক্ষণীয় বিষয় শিখতে আগ্রহী? তবে আপনার জন্য আছেন প্রবাসী বাংলাদেশী আর বাংলাদেশী শিক্ষকদের প্রচেষ্টায় তৈরি 'শিক্ষক' নামের এই ওয়েবসাইট টি। এখানে আপনি ফ্রীতেই পাবেন শেখার সব ম্যাটেরিয়ালস।
৯। অনলাইন নিউজঃ বাংলাদেশে অনলাইন নিউজ মানেই মিথ্যা তথ্যে ভরপুর যৌন সুড়সুড়ি পূর্ণ সব সংবাদ। এসবের মধ্যে প্রথম ব্যতিক্রম হয়ে এসে ছিলো 'বিডি নিউজ ২৪ ডট কম'
১০। ব্লগঃ বাংলা ভাষায় অনেক গুলো ব্লগ আছে। কিছু কিছু এক সময় ব্যাপক জনপ্রিয় ও ছিল পাঠককূলের কাছে। কিন্তু কেন জানি সে সব ব্লগ হারিয়ে গিয়েছে কালের গর্ভে। কিন্তু একটি ব্লগ আজো টিকে আছে স্বগরিমায়। কে সেটা? কে আবার, আমাদের অতি প্রিয় 'সামু'!
শিরোনামের ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:০২