আজকের এই যুগে কম্পিউটার আমাদের নিত্যদিনের সঙ্গী। কোন কাজে নেই কম্পিউটার এর ব্যবহার? প্রায় সব কাজেই ব্যবহার হয় কম্পিউটার এর। আমাদের সবার হাতে হাতে তাই এখন কম্পিউটার। আর এই কম্পিউটার পরিচালনা করতে আমাদের দরকার পরে না না সফটওয়্যারস এর। যারা কম্পিউটার একটু ভালো বোঝা তারা নিজেরাই ইন্টারনেট থেকে ডাউনলোড করে বা দোকান থেকে সিডি কিনে নিয়ে এসে এই সফটওয়্যার গুলো ইন্সটল করে। আর যারা একটু কম পটু কম্পিউটার চালনায় তারা হয় কোন বন্ধুর কাছে থেকে বা দোকান থেকে ইন্সটল করে নিয়ে আসে। আপনি জানেন কি আপনার ইন্সটল করা বেশীর ভাগ সফটওয়্যারই অবৈধ বা পাইরেটেড? যেমন উইন্ডোজ, মাইক্রোসফট অফিস, বিজয় কীবোর্ড, ফটোশপ, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইত্যাদি ইত্যাদি। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা অবৈধ, নৈতিকতা বিরোধী আর চরম মাত্রায় ঝুঁকিপূর্ণ আমি সেসব আলোচনায় না হয় আজ নাই গেলাম। এক উইন্ডোজ ১০ এর দাম ভার্সন ভেদে ১৫ থেকে ২০ হাজার টাকা! অন্যসব সফটওয়্যারস গুলোর দাম ও এর থেকে সামান্য কম বেশি। কি মাথা ঘুরছে? মাথা ঘুরার কিছু নেই আছে সমাধান। বেশীর ভাগ পেইড সফটওয়্যার এর কাছাকাছি মানের আছে ফ্রী সফটওয়্যার। আমি আমি আলোচনা করব সেই সব বিকল্প সফটওয়্যারস নিয়ে।
১। অপারেটিং সিস্টেমঃ আমাদের ৯৯% কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ এর বেস্ট বিকল্প হচ্ছে লিনাক্স। লিনাক্স উইন্ডোজ থেকে অনেক বেশি লাইট, ফাস্ট আর সম্পূর্ণ ভাইরাস মুক্ত। সবথেকে মজার ব্যাপার হচ্ছে লিনাক্স একটি ওপেনসোর্স আর ফ্রী সফটওয়্যার। উইন্ডোজ থেকে লিনাক্সে মাইগ্রেট করলে প্রথম প্রথম কঠিন লাগলেও সময় এর সাথে সাথে ঠিক হয়ে যাবে। লিনাক্স এর অনেক ভার্সন আছে তবে আমার মনে বিগেনারদের জন্য বেস্ট দুইটা হচ্ছে
i) Ubuntu
ii) Linux Mint Cinnamon
২। অফিসঃ মাইক্রোসফট অফিস একটা অতিব শক্তিশালী অফিস প্যাকেজ। এটার পরিপূর্ণ বিকল্প হওয়া কঠিন তবে নিচে আমি দুইটা ফ্রি সফটওয়্যার এর নাম বলছি যারা মাইক্রোসফট অফিস এর কাছাকাছি মানের আর অনেক লাইট সাইজ এর দিক থেকে।
i) LibreOffice
ii) WPS Office
৩। ফটোএডিটিংঃ বর্তমান যুগ ফেসবুকীয় যুগ। তাই ঘরে ঘরে ফটোএডিটিং এর ধুম। এই এই ক্ষেত্রে সবার নাম্বার ওয়ান পছন্দ হচ্ছে ফটোশপ। ফটোশপ এর বেস্ট বিকল্প হচ্ছে
GIMP
৪। ডাউনলোড ম্যানেজারঃ ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করতে আমরা অনেকেই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি জানি এটার সুন্দর একটা ফ্রী বিকল্প আছে? না জানলে জেনে নিন
EagleGet
৫। বাংলা টাইপিংঃ বাংলা টাইপিং এর জন্য আমার অনেকেই বিজয় কীবোর্ড ব্যবহার করে থাকি। এর বিকল্প হিসাবে আমরা অভ্র কীবোর্ড ব্যবহার করতে পারি। কলকাতার সরকারি অফিসে ব্যায় কমানোর জন্য ফ্রী অভ্র কীবোর্ড ব্যবহার করা হয়।
Avro Keyboard
৬। জীপ এবং ডট রার ফাইল ওপেনারঃ এই ক্ষেত্রে আমরা সাধারণত উইনরার সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু জানেন কি? এটাও একটা পেইড সফটওয়্যার? এর বিকল্প হিসাবে আমরা ৭ জিপ নামের সফটওয়্যার ব্যবহার করতে পারি।
7-Zip
৭। অ্যান্টিভাইরাসঃ পাইরেটেড অ্যান্টিভাইরাস আপনার যতটা না উপকার করে তার থেকে অনেক বেশি অপকার করে। তাই এর বিকল্প হিসাবে আমার প্রথম পছন্দ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্টিভাইরাস 'বিটডিফেন্ডার' এর ফ্রী ভার্সন।
Bitdefender
ওপরে উল্লেখিত সফটওয়্যারস গুলো ছাড়াও হাজার হাজার ফ্রী এবং ওপেনসোর্স সফটওয়্যার আছে। আপনি চাইলেই আপনার পাইরেটেড সফটওয়্যার এর বিকল্প সহজেই খুঁজে নিতে পারেন। প্রথম প্রথম আনইজি লাগব তবে সময় এর সাথে সাথে মানিয়ে নিতে পারবেন।
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৬