- বিউল্ফকে বলা হয় The Earliest Epic (মহাকাব্য) in English Literature। যেমন বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ-১৮৬১ সালে রচিত।
- সম্ভবত ৬৫০ সালে এটি রচিত হয়েছিল।
-এই মহাকাব্যের লেখকের নাম জানা যায় নি।
- এটিকে ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন, তথা First Monument in English Literature বলা হয়ে থাকে।
- এই Heroic Epic টিতে ৩১৮২ টি লাইন রয়েছে।
- মহাকাব্যের নায়কের নাম বিউল্ফ, যিনি ইংল্যান্ডকে পাতালপুরীর রাক্ষসদের হাত থেকে রক্ষা করেন। পরে অবশ্য তিনি ড্রাগনদের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজে মারা যান।
- এই গ্রন্থের মূল পাণ্ডুলিপি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে।
বিউল্ফ এর প্রথম পাতা
- এই গ্রন্থের উপর ২০০৭ সালে হলিউডে অ্যানিমেশন মুভি তৈরী করা হয়। মুভি সম্পর্কে এখানে দেখুন
বিউল্ফ মুভির একটি পোস্টার
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৬