বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? না মুসলিম রাষ্ট্র?
যদি বলেন মুসলিম রাষ্ট্র তাহলে আমার প্রশ্ন ২ টা
“”প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী,আইন প্রণেতা, সু-শীল(ভালো নাপিত) সমাজ বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবী করে কেন?””
“সংসদে এত এত বিদ্যুৎ বিল দিয়ে,অধিবেশন করে ৭২ এ ফিরে গেল কেন?”
যদি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলেন তাহলে আরও কিছু প্রশ্ন।
“”দেশ ৭২ এর সংবিধানে ফিরেগেছে,ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। ওকে! তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহ, আল্লাহ্ সর্বশক্তিমান…..এই কথাগুলো কেন? এটা কি সংবিধান পরস্পর বিরোধী না?
জামাতের নিবন্ধন বাতিল কারন তারা ভরসা রেখেছিল একমাত্র আল্লাহ্র উপর। যা নাকি সংবিধান তথা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের সাথে যায় না,কেন?””
“”বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলে ওয়াইসি,সৌদিআরব নেত্রীত্বাধীন ইসলামিক রাষ্ট্রসমুহের সন্ত্রাস বিরোধী জোটের সদস্য কি করে? একই ভাবে অন্যান্য মুসলিম সংগঠনে যুক্ত থাকে কিভাবে? বের হয়ে আসেনা কেন?”” এগুলা কি সংবিধানবিরোধী না?
ভুল কিছু বললে,ধরিয়ে দিবেন। জ্ঞানীদের কাছ থেকে কিছু জানতে চাই,শিখতে চাই।
সবশেষে আর একটা প্রশ্ন,মাল মুহিত সাহেব বলেছিলেন
“”আদালত ষোড়শ সংশোধনী যতবার বাতিল করবে,সরকার সংসদে তা ততবার পাস করাবে”” ওকে,সুন্দর আইডিয়া।
“”সংসদ অধিবেশন চলার সময় একদিনেই এর বিদ্যুৎ খরচ লাখ লাখ টাকা,বাকি খরচ বাদ দিলাম। দেশে বিদ্যুতের জন্য কলকারখানা চলে না।”” এই টাকা কে দিবে??