আল্লাহ তাআলা মুমিনদের উপর ব্যভিচারকারী নারী পুরুষকে বিবাহ করা হারাম করে দিয়েছেন।
ইরশাদ হয়েছে:
{ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া বিয়ে করবে না। আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে।} সূরা আন-নূর: ৩}
এখন ধরুন
""এক মেয়ে ব্যভিচার করল,সে অনুতপ্ত। সে এখন পর্দা করে,পাচ ওয়াক্ত নামাজ পড়ে মোট কথা সব ছেড়ে ইসলামের পথে আসলো।
একজন পতিতা,সে জানালো তাকে যদি কেউ সামাজিক ভাবে স্বকৃতী দেয় স্ত্রী হিসাবে এবং তার নিরাপত্তা সহ ভরণপোষণের দায়িত্ব নেয়,তবে সে সব ছেড়ে দিয়ে তওবা করে ইসলামের পথে চলে আসবে।""
এসব শুনে এক মসজিদের ইমাম সাহেব বা একজন অতিব ভালোমানুষ, যার বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই। ইসলামের সব মানেন এবং সেই অনুসারে চলেন তিনি। প্রকাশ্যে বা গোপনে সে কোন পাপ করে নাই।
এখন এদের কেউ যদি উপরে বর্ণিত কাউকে বিয়ে করেন। তাহলে ত একজন ব্যভিচারী বা মুশরিক একজন মুমিনকে বিয়ে করল?
তাহলে এই ঘটনা সূরা আন-নূরের ৩ নং আয়াতের বিপক্ষে গেল কি??
কারো জানা থাকলে উত্তর দিবেন প্লিজ,আমার কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছুদিন আগে এমনি এক ঘটনা ঘটছে,তাই জানতে ইচ্ছা হলো। ইসলাম এই বিষয়ে কি বলে?