মোবাইলে ইন্টারনেট ! আজ সব কিছুই সম্ভব ছোট এই ডিভাইসটিতে, আর সেই ছোট ডিভাইসটি হলো ‘মোবাইল’
মোবাইল ডিভাইসটি ছোট হলেও দিন দিন এর ব্যবহার ব্যাপক হারে বাড়ছে। মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এখন মানুষের হাতের নাগালে। উপভোগ করতে পারবেন দেশের সব মানুষ যেকোনো জায়গা থেকে যেকোনো সময়। যখন তখন দ্রুতগতিতে ব্রাউজিং করা, মেইল চেক করা, চ্যাটিং করা, বিশ্বের নিত্যনতুন খবর জানা-সব কিছুই সম্ভব এই ইন্টারনেটের মাধ্যমে।
গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজ
গ্রামীণফোন আপনাকে দিচ্ছে ইন্টারনেট ব্যবহারের জন্য চারটি প্যাকেজ :
প্যাকেজ-০১ (P1) :
যতটুকু ব্যবহার ঠিক ততটুকু বিলের জন্য রয়েছে P1 প্যাকেজ। কোনো মাসিক চার্জ নেই, শুধু ব্রাউজিংয়ের ওপর ২ টাকা/কিলোবাইট হারে চার্জ প্রযোজ্য। আপনার মোবাইলে P1 অ্যাকটিভেট করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন (P1) এবং পাঠিয়ে দিন ৫০০০ নম্বরে।
প্যাকেজ-০২ (P2) :
মাসজুড়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য রয়েছে P2 প্যাকেজ। মাত্র ৮৫০ টাকার বিনিময়ে যত খুশি তত ব্রাউজ করার সুযোগ পাবেন এ প্যাকেজে। আপনার মোবাইলে P2 অ্যাকটিভেট করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন P2 এবং পাঠিয়ে দিন ৫০০০ নম্বরে।
প্যাকেজ-০৩ (P3) :
শুধু পোস্টপেইড গ্রাহকদের জন্য থাকছে এ সুবিধা। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত এক মাস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মাত্র ৩০০ টাকায়। আপনার মোবাইলে P3 অ্যাকটিভেট করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন P3 এবং পাঠিয়ে দিন ৫০০০ নম্বরে।
প্যাকেজ-০৪ (P4) :
শুধু প্রিপেইড গ্রাহকদের জন্য এ সুবিধা। একদিনের জন্য যারা ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের জন্য এ প্যাকেজটি। রাত ১২টা রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত এর মেয়াদ (একদিন) এবং খরচ হবে ৬০ টাকা। আপনার মোবাইলে P4 অ্যাকটিভেট করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন P4 এবং পাঠিয়ে দিন ৫০০০ নম্বরে।
কমপিউটারে বা ল্যাপটপে ইন্টারনেট সুবিধা পেতে পারেন :
০১. মোবাইল ফোনটিকে মডেম হিসেবে ব্যবহার করে বা
০২. ডাটা কার্ড ব্যবহার করে।
মডেম হিসেবে আপনার হ্যান্ডসেটটি ব্যবহার করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন :
০১. আপনার মোবাইলের PC Suite সফটওয়্যার কমপিউটারে ইনস্টল করুন।
০২. আপনার EDGE অ্যাকটিভেট করা মোবাইলটি কমপিউটারের সাথে সংযুক্ত করুন USB ক্যাবল/Bluetooth/Infrared-এর মাধ্যমে।
০৩. স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করে আপনার মোবাইল ফোনটি নতুন হার্ডওয়্যার হিসেবে ইনস্টল করুন।
০৪. PC Suite ওপেন করুন এবং Connect to internet বাটনে ক্লিক করুন।
০৫. One Touch Access নামে একটি উইন্ডো খুলবে। এখানে ক্লিক করুন।
০৬. মডেম হিসেবে আপনার হ্যান্ডসেট মডেলটি সিলেক্ট করুন ও নেক্সট বাটন চাপুন।
০৭. পরের উইন্ডোতে Configure the connection manually-তে ক্লিক করুন।
০৮. পরবর্তী উইন্ডোতে Access Point হিসেবে gpinternet লিখুন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন।
০৯. পরের উইন্ডোতে Connect বাটনে ক্লিক করে ইন্টারনেটে সংযুক্ত হন।
এ প্রক্রিয়া শুধু প্রথমবার ইনস্টলেশনের ক্ষেত্রে প্রয়োজন। পরবর্তীতে ফোনটি কমপিউটারের সাথে সংযুক্ত করে PC Suite-এর Connect to internet বাটনে ক্লিক করলেই ইন্টারনেট সংযুক্ত হতে পারবেন।
নোকিয়া PC Suite ডাউনলোড করতে ভিজিট করুন : http://www.nehadbd.co.nr
একটেলের ইন্টারনেট প্যাকেজ
হিসেব কষে ইন্টারনেট ? আর নয় ! এ ডায়ালগ নিয়ে একটেল নতুন তিনটি ইন্টারনেট প্যাকেজ প্রথমবারের মতো নিয়ে এসেছে সব প্রিপেইড গ্রাহকের জন্য। আর এতে রয়েছে আপনার জন্য ইচ্ছেমতো ইন্টাননেট ব্রাউজিং, ডাউনলোড এবং আপলোড করার সুবিধা।
প্যাকেজ-০১ :
১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের জন্য আপনার খরচ পড়বে ২৭৫ টাকা, যার মেয়াদ ৩০ দিন। অ্যাকটিভেট করার জন্য ডায়াল করুন *৮৪৪*৮৫#।
প্যাকেজ-০২ :
৩ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের জন্য আপনার খরচ পড়বে ৪৫০ টাকা, যার মেয়াদ ৩০ দিন। অ্যাকটিভেট করার জন্য ডায়াল করুন *৮৪৪*৮৪#।
প্যাকেজ-০৩ :
৫ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের জন্য আপনার খরচ পড়বে ৬৫০ টাকা, যার মেয়াদ ৩০ দিন। অ্যাকটিভেট করার জন্য ডায়াল করুন *৮৪৪*৮৩#।
* মেয়াদকালীন প্যাকেজের নির্ধারিত পরিমাণ শেষে ১.৫ পয়সা/কিলোবাইট চার্জ প্রযোজ্য।
* মেয়াদ থাকাকালীন সময়ে একাধিক প্যাকেজ অ্যাকটিভেট করা যাবে।
* একাধিক প্যাকেজের ক্ষেত্রে সর্বশেষ অ্যাকটিভেটকৃত প্যাকেজের মেয়াদ প্রযোজ্য।
* অব্যবহৃত ইন্টারনেট পরিমাণ জানতে ডায়াল করুন *২২২*৮১#।
* ভ্যাট এবং শর্ত প্রযোজ্য।
এছাড়াও আছে একটেল পোস্টপেইড গ্রাহকদের জন্য আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুবিধা মাত্র ৭৫০ টাকায়। আপনার মোবাইলে A1 অ্যাকটিভেট করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন A1 এবং পাঠিয়ে দিন ৮৫৫৫ নম্বরে। SMS পাওয়ার পর আপনাকে একটি কনফারমেশন মেসেজ পাঠাবে। অ্যাকটিভেট করার জন্য Y টাইপ করে পাঠিয়ে দিন ৮৫৫৫ নম্বরে।
টেলিটকের ইন্টারনেট প্যাকেজ
শুরু থেকে আকর্ষণীয় সব অফার দিয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছে দেশের এই মোবাইল অপারেটর। এখন আপনার টেলিটক কানেকশনে সম্ভব ইন্টারনেট ব্যবহার করা। আনলিমিটেড ইন্টারনেট অ্যাকটিভেট করার জন্য unl unl লিখে পাঠিয়ে দিন ১১১ নম্বরে। আনলিমিটেড ইন্টারনেট এক মাসের জন্য খরচ ৮০০ টাকা+ভ্যাট। যতটুকু ব্যবহার ততটুকু বিল ইন্টারনেট অ্যাকটিভেট করার জন্য reg লিখে পাঠিয়ে দিন ১১১ নম্বরে। ইন্টারনেট অ্যাকটিভেট করতে আপনার খরচ হবে ২৫ টাকা। এর প্রতি কিলোবাইট হিসেবে খরচ হবে ২ টাকা।
মোবাইলে ইন্টারনেট সেটিং পদ্ধতি
সার্ভিস-০১ :
এসেসব্যবহার অনুযায়ী বিল পোর্ট (Port) 9201আইপি (IP) 192.168.145.101পয়েন্ট নেম (APN) wap
সার্ভিস-০২ :
আনলিমিটেডএসেস পয়েন্ট নেম (APN) আইপি (IP) 192.168.145.101পোর্ট (Port) 9201gprsunl