নিঃশ্বাসের উপর ভর করে আমি হেঁটে যাই
তোমার কাছে।
স্কুল জীবনে শিরিনের সদ্য ফোলা বুকের উপর
প্রথম চোখ পড়তেই যে শিহরণ জেগেছিল মনে
ঠিক সেরকম একটা অনুভূতি আমার অস্তিত্ব ছেয়ে ফেলে
তুমি দৃষ্টিগোচর হলে।
রক্ত কণিকার উপর ভর করে আমি ভেসে যাই
তোমার কাছে।
মায়ের পুরনো শাড়ি কেটে লেজ বানিয়ে
প্রথম যেদিন আকাশে সাপ ঘুড়ি উড়িয়েছিলাম
সেদিনের সেই হৃদপিণ্ডের ধড়ফড়ানি আমি টের পাই
তুমি দৃষ্টিগোচর হলে।
পাঁজরের আঁকাবাঁকা পথ ধরে আমি ছুটে যাই
তোমার কাছে।
বিনোদনের পুস্তক পড়তে পড়তে একদিন
যখন পড়ে ফেলি শূন্যতার দর্শন,
সেদিনের মতই সবকিছু আমার উলটপালট হয়ে যায়
তুমি দৃষ্টিগোচর হলে।
আমি শূন্যতায় চোখ বুঝে পৌঁছে যাই
তোমার কাছে।
তোমার কাছেই
বারবার ফিরে যাব আমি অনন্তকাল ধরে।
এবং প্রতিবার শিহরিত হব প্রথম বারের মতই
তুমি দৃষ্টিগোচর হলে।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২