ভেবেছি একটা উপহার দেব তোমাকে—
আমি ধরণীর বুকে তন্নতন্ন করে খুঁজেছি,
কিন্তু পাইনি কিছুই। কি দেব, কি দেব, কি দেব তোমায়?
সোনা নিয়ে সোনার খনির কাছে গিয়ে কি লাভ, বল?
কিংবা জল নিয়ে সমুদ্রের কাছে?
আমি ব্রহ্মাণ্ড উপড়ে ফেলেছি খুঁজতে গিয়ে,
কিন্তু পাইনি কিছুই। কি দেব, কি দেব, কি দেব তোমায়?
আমার হৃদপিণ্ড? আমার আত্মা?
সে তো অনেক আগেই হয়ে গেছে তোমার। যা কিছুই
আমি হাতে নিয়েছি তোমায় দেব বলে, মনে হয়েছে
যেন মশলা হাতে রওয়ানা হয়েছি আমি প্রাচ্যের দিকে।
অবশেষে, একটা আয়না এনেছি তোমার জন্যে,
প্রতিবার যখন বিম্বিত হবে তুমি—
মনে পড়বে আমার কথা।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮