ভালোবাসার আর কোন আকাঙ্ক্ষা নেই শুধু নিজেকে পূর্ণ করা ছাড়া
তবুও যদি তোমার ভালোবাসা হয় অভিলাষী,
তাঁকে অভিলাষীই হতে দাওঃ
সে দ্রবীভূত হয়ে বয়ে চলুক স্রোতস্বিনী ছোট নদীর মত
যার স্রোত মিষ্টি সুরে সঙ্গীত শোনায় রাত্রির নীরবতাকে।
তাঁকে বুঝতে দাও অতি ভঙ্গুরতার কি ব্যাথা!
তাঁকে আহত কর তোমার ভালোবাসার বোধশক্তির আঁচরে;
সে রক্তাক্ত হোক নিজের ইচ্ছায়, আনন্দে।
তাঁকে ভোরের আলোয় জেগে উঠতে দাও একটা পাখাওয়ালা হৃদপিণ্ড নিয়ে
এবং সে কৃতজ্ঞতায় নুয়ে পড়ুক ভালোবাসার আরেকটা দিনের জন্যে;
ক্লান্ত বিকেলে তাঁকে একটু বিশ্রাম নিতে দাও, তাঁকে ডুবে যেতে দাও ভালোবাসার ধ্যানে;
সে সন্ধ্যায় বাড়ি ফিরুক এক বুক কৃতজ্ঞতা নিয়ে,
তারপর ঘুমিয়ে পড়ুক একটা প্রার্থনা নিয়ে
যে প্রার্থনা শুধু তোমার হৃদয়ে বসতকারী প্রিয় মানুষটার জন্যে
যার প্রশংসায় তোমার ঠোঁটের ডগায় বেজে উঠে সুর।
তর্জমা
খণ্ডাংশ
২৯/০৩/২০১৬
মূলঃ অন লাভ -কাহলিল জিবরান
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৪