কারণ আমি মৃত্যুর জন্য দাঁড়াতে পারিনি—
সে নিজেই অনুগ্রহ করে দাঁড়িয়েছিল আমার জন্যে—
ক্যারিজটা শুধু আমাদেরকেই বহন করছিল—
আর সাথে অমরত্ব।
আমরা ধীরে এগুতে লাগলাম — তাঁর কোন তাড়া ছিলনা
এবং আমি ছেড়ে দিলাম
আমার সকল শ্রম, ব্যস্ততা আর অবসরটুকুও,
তাঁর সৌজন্যে।
আমরা স্কুলটা অতিক্রম করলাম, যেখানে শিশুরা
খেলছিল — বলয়টাতে —
আমরা অতিক্রম করলাম পলকহীন চেয়ে থাকা
শস্যের মাঠগুলোকে —
আমরা অতিক্রম করলাম অস্তমিত সূর্যটাকে —
অথবা বরং — সেই আমাদেরকে অতিক্রম করল —
শিশির গুলি কনকনে ঠাণ্ডায় কাঁপুনি ধরিয়ে দিয়েছিল,
মিহি সুতোয় বোনা —আমার গাউন—
আমার উত্তরীয় — শুধুই সূক্ষ্ম রেশম—
আমরা একটা বাড়ির সামনে গিয়ে থামলাম
যেটাকে মনে হচ্ছিল যেন মাটির স্ফীত একটা অংশ —
বাড়ির ছাদটা অস্পষ্ট দেখা যাচ্ছিল —
কার্নিশটা — মাটিতে —
তারপর থেকে — পেড়িয়ে গেছে শতাব্দী — তবুও
মনে হচ্ছিল সময়টা একটা দিনের চেয়েও ছোট
আমি প্রথমেই অনুমান করলাম
ঘোড়ার মাথা গুলো ছুটছে অনন্তকালের দিকে —
তর্জমা
১৪/০৩/২০১৬
মূলঃ বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ — এমিলি ডিকিনসন
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২২