আমার পেছনে — ডুব দেয় অনন্তকাল—
আমার সম্মুখে — অমরত্ব—
আর আমি — এ দুয়ের মধ্যিখানে—
মৃত্যু হল পুবাকাশের ধূসর প্রবাহমান বাতাস,
মিশে যায় ভোরের নরম আলোয়,
পশ্চিমে দিন শুরুর আগেই—
এটা রাজত্ব — অতপঃর — তাঁরা বলে—
নিখুঁত — বিরতিহীন রাজতন্ত্র—
যার রাজপুত্র — অমানবের ছেলে—
সে— তাঁর অন্তহীন বংশ পরম্পরা—
সে — বৈচিত্রপূর্ণ
অনুরূপ ঐশ্বরিকতায়—
এটা অলৌকিক আমার সামনে— অতঃপর—
এটা অলৌকিক আমার পেছনে— মাঝখানে—
একটা অর্ধ চন্দ্র দেখা যায় সমুদ্রে—
মধ্যরাতে তাঁর উত্তরে—
এবং মধ্যরাতে তাঁর দক্ষিণে—
এবং একটা তুখোড় ঝড় উঠে— আসমানে।
তর্জমা
০৮/০৩/২০১৬
মূলঃ বিহাইনড মি ডিপ্স ইটারনিটি—এমিলি ডিকিনসন
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮