প্রতিদিন অফিস যাওয়ার আগে দুশ্চিন্তা পেয়ে বসে ঠিক সময়ে বাসায় ফিরতে পারব ত! যেদিন প্রথম অফিস করি সেদিন তেমন কিছু মনে হয়নি। এরপর দিনদিন অফিসের সময় বাড়তে লাগল। সকাল সাড়ে নয়টা থেকে শুরু, শেষের কোন নির্দিষ্ট সময় নেই। পরিবার থেকে বিচ্ছিন্ন হতে লাগলাম। বউকে ঠিকমতো সময় দিতে পারিনা। সে একাকিত্ব বোধ করে, নিজকে সামলে নেয়, মনকে বুঝায়। আমার প্রতিষ্ঠানের প্রতি বিরক্তি চলে আসল। তারপরেও জীবিকার তাগিদে নিয়মিত অফিসে যেতে হয়।
বেসরকারি ব্যাংক নাকি ভাল। স্যালারি ভাল, কাজের চাপ কম কিন্তু আমি যে ব্যাংকে কাজ করি সেখানে এর কোনটাই নাই। শাখা ব্যবস্থাপক অফিসের সময় এবং কাজ শেষ হওয়ার পরও অন্তত আড়াই থেকে তিন ঘন্টা অফিসে অবস্থান করে। অযথাই আমাদেরকে আটকিয়ে রাখে। ACR আর Transfer এর ভয়ে কেউ কিছুই বলে না। এছাড়াও Promotion ও Increment আটকানোর হুমকি ত আছেই।
মাঝে মাঝে হালকা প্রতিবাদ করি কিন্তু বেশির ভাগ কর্মকর্তা তেলবাজী ও একই মতাদর্শের হওয়ায় কিছুই করতে পারিনা। আমি চাই Job satisfaction এবং আধুনিক চেতনার মানুষ। এরকম গোঁড়া সেকেলে manager চাইনা।