আমি আপনাদের সাথে আছি এক বছরের বেশী। আমি তেমন লিখা লিখি করিনা তবে সামুতে যারা লেখেন তাদের লেখা পড়তে ভাল লাগে তাই প্রায়ই লগিং করি। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই যা আমার বিভিন্ন সময় বিভিন্ন কাজে লেগেছে তাই সবাইকে ধন্যবাদ জানাই।
গত ২৫শে জানুয়ারী আমার বাবা মারা গেছেন। তিনি বিসিআইসি (বাংলাদেশ ক্যামিকেল ইনডাষ্ট্রিজ কর্পোরেশন) এর প্রতিষ্ঠান বিআইএসএফ এ চাকুরী করতেন। তিনি অতিরিক্ত প্রধান হিসাবরক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন। উনার মৃত্যুতে আমাদের পরিবারের সবাইকে কঠিন সময় পার করতে হচ্ছে, যা বলে বুঝাবার মত নয়।
আমি পরিবারের বড় ছেলে। একটি প্রাইভেট কোম্পানীতে আছি, তবে তা ক্ষনস্থায়ী চাকুরী, স্থায়ী কিছু নয়। স্থায়ী কোন চাকুরী খোঁজছিলাম। এমূহুর্তে আমার একটি স্থায়ী চাকুরীর বিশেষ দরকার।
আমি আসলে আমার চাকুরীর জন্য বলছিনা।
আমার আব্বার প্রতিষ্ঠান বিসিআইসি (বাংলাদেশ ক্যামিকেল ইনডাষ্ট্রিজ কর্পোরেশন) তে বাবার অবর্তমানে (ডিপেন্ডেড) তার সন্তানদের চাকুরী দেওয়ার একটি প্রভিশন আছে। তাই চেষ্ঠা করছি।
বিসিআইসি (বাংলাদেশ ক্যামিকেল ইনডাষ্ট্রিজ কর্পোরেশন) এর চেয়ারম্যান মহোদয়ও এ ব্যাপারে অনেকটাই আন্তরিক যা আমি বিশ্বস্থ সূত্রে জেনেছি। কিন্তু কোন ভাবেই চেয়ারম্যান মহোদয়ের কাজে যেত পারছি না।
চেয়ারম্যান মহোদয় চাইলেই চাকুরীটা হয়ে যায়। যা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।চেয়ারম্যান মহোদয়ের পরিচিত কাউকে দিয়ে যদি তাকে বলা যায় তাহলেই চাকুরীটা হয়ে যায়। তাই আপনাদের কাছে আমি আমার মনের কথাটা ব্যক্ত করলাম। চাকুরীটা হলে আমার তথা আমার পরিবারের অনেক উপকার হতো।
আমার বাবা মুক্তিযোদ্ধাও ছিলেন।
আপনাদের কারও সহযোগিতা পাব কিনা জানিনা তবে মনের কষ্টগুলো কারো কাছে শেয়ার করতে চাচ্ছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৩