যখন রোদ ছিল, তখন বৃষ্টি ছিল না
তাই আমি চলে গেছি দূরে, আমি তাই
কাউকেই, কোনকিছু সাথে নেই নাই।
চলে গেছি দূরে, দূরের কাছে গেছি এসে
আর কাছ থেকে দূরে সরে গেছি যেহেতু
কাছে ছিলাম যখন, তখন দূরে ছিলাম না।
যা কিছু গেলাম রেখে, সবকিছু ঠিক ঠিক
তাই ছিল না, বৃষ্টিতে হয়েছিল অদলবদল
যা কিছু চেনা ছিল, তা কিছু অচেনা ছিল না।
কাছের দূরের থেকে, দূরের কাছে ফিরতে
ফিরতে ভাবলাম, ফেরা তো বলে না একে
শুধু অবিরত দূর থেকে দূরে সরে যাওয়া
কারণ
যখন বৃষ্টি ছিল, তখন রোদ ছিল না।