সরকার একের পর এক ভুল করতাছে আর দোষ ফালাইতেছে বিরোধীদলের উপর। মনে করে জনগণতো আবাল। হ্যাগো যা কমু হ্যারা তাই বিশ্বাস করবো!!
আজকের নারায়নগঞ্জের পুলিশ-জনতার সংঘর্ষের ঘটনাকেও সরকারী দল পূর্বের মতই বিরোধীদলের উপর দোষ চাপাইয়া দিছে। এই ঘটনা বলে খালেদার ইন্ধনে ঘটছে!! আজিব দ্যাশ!!
হ্যারা সেনাবাহিনীর লইগ্যা জমি একুইজিশন করবো পানির দামে আর জনগন সুড়সুড় কইর্যা জমি দিয়া দিবো। আন্দোলন করলেই দোষ বিরোধীদলের। এইরকম করলে গত নির্বাচনের বিএনপির যেমুন ভরাডূবী হইছিলো আলুলীগের অবস্থা তার চাইতে খারাপ হওয়া মোটেই অস্বাভাবিক না।
বিডিনিউজের নিউজ কপি-পেষ্ট করলাম-
রূপগঞ্জে সংঘাত বিএনপির উস্কানিতে হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি শনিবার রংপুরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, "রূপগঞ্জে সেনাবাহিনীর অফিসারদের হাউজিং প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমি নিয়ে আজ সেখানে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। সেনাবাহিনী বোর্ড থেকে যেহেতু খালেদা জিয়ার বাড়ি ছাড়ার নোটিশ গেছে, সে কারণে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য খালেদা জিয়া পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।"
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের সঙ্গে জমি অধিগ্রহণের বিরোধিতাকারী স্থানীয়দের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় কর্মসূচি নিয়ে রংপুর সফররত হানিফ স্থানীয় ডাকবাংলোয় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ওই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে বক্তব্য দেন।
আওয়ামী লীগ নেতার অভিযোগ, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা স্থানীয় লোকজনকে উস্কে দিচ্ছেন।
বিরোধী দলের 'উস্কানিতে' কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, সেখানে জমি নিয়ে কোনো সমস্যা থাকলে তার সমাধান আলোচনার মাধ্যমে করা হবে।
---------------------------
*** আমার লেখার মধ্যে প্রায়ই আক্রমন কিংবা গালিগালাজ থাকে বলে দুঃখিত। মাঝেমাঝে নিজেকে কন্ট্রোল করতে পারিনা তাই। এজন্য ক্ষমাপ্রার্থী।