ভিসা পেয়েছি ৩ মাসের।অবশেেষে গত ১৫.০৫.২০১৬ তারিখে কুনমিং যাওয়ার সুযোগ হল।সময় লাগে ২.১৫ মিনিট।চায়না ইর্ষ্টাণে।ভাড়াটা একটু বেশীই পড়লো ৩৬,৫৬০ টাকা।অন্য সময় ২৯,৬০০ টাকার মত।যাত্রা শুভই হল। কোন ঝামেলা ছাড়াই।দুপুর ১.০৫ মিনিটে ফ্লাইট ছাড়ল ১.৪০ মিনিটে।কুনমিংয়ে ইমিগ্রেশন শেষ করে বের হতে সন্ধা প্রায় ৬.৩০মিনিট।বেশ ঠান্ডা আবহাওয়া।শীতের কিছু না নেওয়াতে একটু সমস্যায় পড়লাম।বাঙ্গালী হোটেল।খাওয়া দাওয়া পুরাই বাঙ্গালী।রাতের খাবার মেন্যু ডাল ভর্তা,আলু ভর্তা,ডিম ভর্তা,বেগুন ভর্তা,টমেটো ভর্তা,মাছ ভাজ,ডাল,হাসের মাংস ভুনা,সালাদ,বোয়াল মাছের তরকারী এবং সবশেষে গরম চা । পেট পুরে রাতের খাবার খেয়ে ঘুম।
পরদিন যাবে বিখ্যাত কেইভ এবং ষ্টোন ফরেষ্ট দেখতে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৩