জানি এই পৃথিবীতে পাবো নাকো মাকে
তবু আমি মায়ের আদর খুঁজে বেড়াই
হাজার মায়ের মাঝে।
জানি নাতো কেমন ছিলো
আমার মায়ের মুখ
অন্য জনের মাকে দেখে
ভরাই নিজের বুক।
পৃথিবীতে তো কত মা আছেন, কিন্তু আমি জানি আমার মাই সেরা। আমার মা সবচেয়ে সুন্দর। মা হলেন আল্লাহর কাছ থেকে পাওয়া বিশেষ উপহার।
আমার জম্মের ৪৯ দিন পর আমার মা আমাকে ছেড়ে মৃত্যুর গহীন অন্ধকারে হারিয়ে যায়। মায়ের মুখ মনে পরবার কোনো অবকাশ আমার নেই। তবুও মা যে আমার রক্তে মিশে আছে, আমার হ্নদয়ের প্রতিটি স্পন্দনে।
মা তুমি কষ্টের স্রোতে আমাকে ভাসিয়ে দিয়ে অজানার উদ্দেশ্যে যাত্রা করেছো। দু’হাত বাড়ালে তোমাকে ছুতে পারিনা, তোমার বুকের মধ্যে মুখ লুকাতে পারিনা, একবারও বলতে পারি না মা তোমাকে খুব ভালোবাসি। বিবর্ন এই জীবন বারবার বলে দিয়েছে আমায় তোমাকে খুব প্রয়োজন আমার জীবনে।
মা তোমার মনে আছে, আমি তোমাকে দেখতে গিয়েছিলাম। তোমার কবরের মাটিতে যখন হাত রেখেছিলাম আমার দু’চোখ যে অশ্রুর মিছিল শুরু হয়েছিলো সে স্মৃতি আজো ভুলতে পারিনা। আমার কান্নার শব্দ চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে ছিলো আমার দিকে। অনেকে কেঁদেই ফেলেছিলো। আমার কন্ঠে সেদিন একটি শব্দে বারবার ধ্বনিত হচ্ছিল মা - মা শুধুই মা।
মা তুমি যেখানেই থাকো ভালোথেকো। আর যদি পার সপ্ন হয়ে তোমার এই দুষ্টু মেয়েটার দু’চোখে স্নেহের আঁচল ছুঁয়ে যেও..........
আমার কল্পনায় তুমি বেঁচে থেকো সারা জীবন।
বিশ্ব মা দিবসে প্রতিটি মায়ের প্রতি রইল, আমার অনেক, অনেক ভালোবাসা।