মহাত্মা জাফর ইকবালের ধামাধরা লেখাখানা পড়িলাম। সন্দেহ-নিশ্চিতের বিবাদ ভঞ্জন হইলো। আপাতত কয়েকখানা নোক্তা, পরে সময় হইলে বিস্তারিত লিখিব।
১) হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে আছে ৫১ জনের মৃত্যুর কথা। মহাত্মার কি ওটা নিয়ে কোনো ক্ষোভ নাই? ক্ষোভ কি অধিকারের বাড়তি ১০ জনকে নিয়ে?
২) অধিকার তো সরকারকে বলেছিলো যে একটি স্বাধীন তদন্ত কমিশন আর নিহতদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করলে তারা ৬১ জনের লিস্ট দেবে। তো মহান সরকার বাহাদুর কেন ঐ সাহসটুকু করলোনা? মহাত্মা এই জিনিসটা দেখলেননা, কিন্তু "কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি"র মতো হঠাৎ করে ২১শে আগস্টের তদন্ত কমিশনের কথা উল্লেখ করে পুরা বিষয়টাকে নাকচ করে দিলেন!
৩) মতিঝিলের এমপি সংসদে বললেন, ৬ই মে প্রথম প্রহরে শাপলায় একটা গুলিও চলেনি। প্রধানমন্ত্রী, তাঁর পুত্র বললেন, সেই অভিযান হয়েছিলো রক্তপাতহীন (নানান ছবি-ভিডিওতে আমরা লাল রঙের যেসব তরল রাস্তায় দেখছি, ওগুলো সম্ভবত হেফাজত আর র্যাব-পুলিশের যৌথভাবে রঙছিটানোর উৎসবের কারনে দেখেছি)। মহাত্মাও কি তাই মনে করেন? একটু পরিস্কার করে বললে ভালো হতো।
৪) থাবাবাবা, আসিফ মহিউদ্দিন টাইপের নাস্তিকতার মুখোশধারি উগ্র সাম্প্রদায়িকদের ব্লগের লেখাগুলো আমার দেশ প্রকাশ করে ধর্মীয় উস্কানি দিয়েছে, আমি একমত। তো, মহাত্মার দলের লেজুড় টিভি আর আঙকেল স্যামের বিটিভি যখন দিনকে দিন পোড়া কোরানের ছবি প্রকাশ করে গেলো, সেটা কি তখন ধর্মীয় উস্কানি না? ওমা হরি, মরি মরি, মহাত্মা নিজেই তো দেখি সেটার যথেষ্ট প্রচার হয়ে কেন পর্যাপ্ত ধর্মীয় উস্কানি সৃষ্টি হচ্ছেনা তা নিয়ে গোস্বা করছেন!
৫) মানুষ হত্যা হয়েছে, হত্যার অতিরঞ্জিত তথ্য প্রচার নিয়ে উনার ক্ষোভ আছে দেখলাম। কিন্তু অতিরঞ্জিত হলেও, তারপরও তো, মানুষই তো খুন হয়েছে, নাকি? মহাত্মা জাফর ইকবাল জানেননা, মানুষের প্রানের চেয়ে কোরান পোড়ানোর উস্কানি তাঁর কাছে বড় হতে পারে, কিন্তু সাধারণ মানুষ এখনও মানুষ, তাঁদের কাছে প্রাণের আবেদনই বেশী। কোরান তো পোড়েনা, পুড়েছে কাগজ; তারপরও সেই অসম্মানে মানুষের যা কষ্ট হয়েছে, সেটা তো রাতের আঁধারে নির্লিপ্ত-নিষ্ঠুরভাবে মানুষহত্যার আতংককে ছাপিয়ে যাবেনা, তাইনা?
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৮