বড়ই বিপদে পড়লাম একট শরিয়া মসালা নিয়ে!
ভুই পাইয়েন না, ফতুয়া চাইতাছি না, পরে আবার মুরে জেল-হাজতে যাইবার লাগবো
আমি নিরিহ মানুষ ফতুয়া-হাইকোর্টকে ভুই পাই..বেশিই ভুই পাই।
শুধু জানবার চাহি একখান মসালা..না জানলে কিছু বলার দরকার নাই তয় জানলে যদি দলিল সহ কইতে পারেন তু আপনারে আল্লাহ পুরস্কার দিব, কারন অন্যজনরে ইসলামের বিদ্যা শিক্ষা দিলে আল্লাহ পুরস্কার দেন।
একজন হজ্ব করেন নাই, তয় উনার এখন ৮০-৯০ হাজার খানেক টাকা আছে এবং একখান অফার পাইছে উমরা করার, ৭০-৭৫ হাজার লাগব তাও আবার রমজানে..দারুন অফার বলা চলে। এখন সে উমরা করবার চায়, তবে একজন ফতুয়া (আমি এইটারে ভুই পাই) জানাইছে যে উমরা করার জন্য কাবাতে গেলেই নাকি পরবর্তিতে হজ্ব ফরজ হইয়া যায়..মানে অবশ্যই করতেই হবে (সমার্থ্যের তাকা না থাকার প্রশ্ন থাকে না) যদি না জীবনে একবার ও না করে থাকে।
এইটা ও ঠিক ঐ লোক পরবর্তি বছর চেষ্টা করলে এখনকার ৮০-৯০ হাজার টাকা সহ আরও টাকা পয়সা জমাইয়া হজ্বে যাবার সামর্থ্য অর্জন করতে পারে তবে সবই আল্লাহর হাতে।
এখন সে ভয় পইতেছে আগামী বছর বাচঁবে কি বাচঁবে না তার কোন গ্যারন্টি নাই, তাই এখন উমরা করা ভাল না কি আগামি বছর একবারে হজ্ব করা ভাল? শরিয়াতের কোন দলিল থাকলে আরও ভাল, যদি জানান, দয়া করে।
উল্লেখ্য যে এখন উমরা করলে আগামি বছর সে হজ্বের সামর্থ্য আর নাও পেতে পারে কারন এখনই তার অনেক টাকা খরচ হয়ে যাবে।
খুবই উপকার হবে যদি শরিয়াতের বিধান সহ জানাইতে পারেন।