হঠাত চমক...আচমকা খবর..
..
..
আগামী ২৭ তারিখই আমার শেষ সুযোগ!! এখন কি করি বলেন...কি করলে ভাল হয়...
.
.
.
.
.
.
.
বিষয়টা খুবই সহজ..ড্রইভিং লাইসেন্সের জন্য টাকা জমা দিছি অনেক আগে...তয় নিজে দিই নাইক্কা। একজনকে কিছু টাকা হাদিয়া দিয়া দিছিক্কা।
সে বলেছিল ঈদের আগে পরীক্ষা দিতে কিন্তু ভুই পাইছিলাম বলে দেই নাই, মগর গরম খবর পাইলাম..
আগামি ২৭ তারিখ রোজ সোমবার আমার শেষ সুযোগ!!!!!!!!!!!!!!!!
এই দিন পরীক্ষা না দিলে আমার টাকা নু ফেরৎ!! অর্থাৎ পরীক্ষা দিতেই হবে ২৭ তারিখ। গাড়ি ভালই চালাইতে পারি মগর পরীক্ষা শুনলে আমার জ্বর আসে..এখন কি করি বুঝবার পাইরতাছি না।
পরীক্ষায় কি করতে হবে তাও জানি না..বলল সারাদিন লাগবে..একখান বই কিনছি..বলছে ঐটা ভাল করে পইরা যাইতে!!!
কেউ সম্প্রতি পরীক্ষা দিয়া থাকলে একটু আওয়াজ দেন আর এই অধমরে হেল্পান কি কি নিয়া পাড়াশুনা করতে হইব আর ঐখানে আসলে কি কি করা লাগে...একজন দালালকে টাকা দেবার কথা কইছে..দিলে কি হবে.. মানে কতটুকু উপকার হবে!
আমি অপেশাদার এর জন্য আবেদন করেছি!!