সবদিকেই শুনি.."বদলে যাও..বদলে দাও" মানে কি জানেন?
সবকিছুকেই বদলে দাও..
আগে যদি ১ টাকা উৎকুচ নিতেন এখন থেকে ১০০টাকা। আগে যদি নাই নিতেন এখন নিবেন। আগে যদি সত্য কথা বলতেন এখন থেকে উল্টো..অর্থাৎ মিথ্যা কথা বলবেন।
আমাদের ট্যক্সের টাকায় উনারা ফুর্তি করত বলে আমরা বদলে যাবার জন্য তথা দিন বদলের জন্য হাসিনা বিবিকে ক্ষমতায় পাঠিয়েছিলাম..কিন্তু এক বছরে এত বদলে যাবে আগে ভাবিনি...
গত বছর (২০০৯) জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন মাত্র ২৩ জন। খুশি হইছিলাম এই বদলে যাওয়ায়।
আর এই বছর অনেক বেশি বদলে গেছেন উনারা..প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে ১০৩ জন সফরসঙ্গী নিয়ে ঢাকা ছেড়েছেন।
২৩ থেকে ১০৩..এই ভাবে দিন বদল হবে আগে ভাবতেই পারি নি..তাই বদলে গেছি..আমি ও.এখন থেকে দিন বদল এর মানেই বদলে ফেলছি..
২০০৬ সালের ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মূল সফরসঙ্গী ছিলেন ৭৩ জন, ২০ থেকে ২২ মার্চ তিনি ভারত সফর করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ৮৮ জন।
এই ৮৮ জন্যই ছিল এতদিনের রেকর্ড..আমার জানা মতে যদি ভুল না করি..ভুক করলে শুধরাই দেন।
উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০০৮ সালের ২-৩ আগস্ট কলম্বো সফর করেন। এ সময় তাঁর সঙ্গে যান ২৮ জন। দ্বিপক্ষীয় সফরে ওই বছরের ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর তিনি ২৬ জন সফরসঙ্গী নিয়ে চীন সফর করেন। ২০০৭ সালের ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন ২২ জন। একই বছরের ১৬ থেকে ২৪ ডিসেম্বর তিনি সৌদি আরবে হজ পালন করতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ১৫ জন।
এরাই অনকে ভাল ছিল, অথচ দেশের মানুষকে বোকা বানিয়ে দিন বদলের আর ডিজিটালের কথা বলে হাসিনা বিবি ক্ষমতায় এসে এইভাবে বদলে যাবেন এটা কি কেউ ভেবেছেন?
২০১০এর ১০ থেকে ১৩ জানুয়ারি ৭৩ জন সফরসঙ্গী নিয়ে ভারত এবং ৬ থেকে ৯ ফেব্রুয়ারি ৬৭ জন সফরসঙ্গী নিয়ে কুয়েত সফর করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ১৭ থেকে ২১ মার্চ ৮৯ জন সফরসঙ্গী নিয়ে চীন সফর করেছেন তিনি। ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিনি ২৭ থেকে ৩০ এপ্রিল ৫৭ জন সফরসঙ্গী নিয়ে ভুটান সফর করেন। গত ১৫ মে তিনি ৪৯ জন সফরসঙ্গী নিয়ে ছয় দিনের সফরে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় যান।
হায়রে ক্ষমতা!! এভাবে মানুষকে বোকা বানানোর জন্য মুজিব তথা হসিনা বিবির আব্বা জানের কি দশা হইছিল উনি মনে হয় ভুলে গেছেন..তাই সময় হইছে উনাকে মনে করিয়ে দিতে হবে।
আমি বদলে গেছি..আসুন সবাই বদলে যাই..