হাঁতির দাম কত ঠীক জানি না, তয় এখন একটু আদটু অনুমান করতেছি।
অনেক শখ ছিল একখান গাড়ি কিনুম.....
অবশেষে আল্লাহ আমার সেই শখ পুর্ন করছে..একখান রিকন্ডিশান গাড়ি কিনলাম..তয় এত খরছ আগে বুজি নাই
গাড়ি কিনে বাম্পার, সিএনজি, সিট কভার এসব করতে করতে আমার এখন মনে হইতাছে এইড়া গাড়ি না...একখান হাঁতি...সুধু খাবার খায় আর খায়।
কালকে পড়লাম আর এক বিপদে..গাড়ি রেখে বাজারে গেলাম কিছু কিনতে..৫মিনিটের মধ্যে এক খুধার্ত পুলিশ এসে হাজির। শুনেছিলাম পুলিশের নাকি দৈনিক একটা কোটা আছে যে এতটা মামলা করতেই হবে। মনে হইল ঐ পুলিশের কোটা পুর্ন হয় নাই! আচমকা ৩-৪টা গাড়িকে বিভিন্ন কারনে মামলা দিয়ে বসল। একজনলক দিল নাম্বার প্লেট কালার কেন এই জন্য..আমাকে দিল পার্কিং এর জন্য!
ঢাকা শহরে হাজার হাজার গাড়ির নাম্বার প্লেট সাদা-কালা না..তয় এসব কোন ব্যাপার না..ওনাদের দরকার হলেই ওনারা মামলে করেন আর নাইলে নাই!
যা হুক হাঁতির ক্ষিদা লাগছে বুঝি নাই ... তাই মামলে খাইলাম! ১৫৭ ধারার রাস্তায় পার্কিং এর জন্য মামলা আর আমার ইনস্যুরেন্স এর কাগজটা নিয়া গেল যার দাম ৪০০ টাকা।
এখন বুজতাছি না থানায় গিয়া কাগজটা তুলবা নাকি আর একখান ইনস্যুরেন্স ৪০০ টাকায় কইরা ফেলুম!!
কেউ কি কিছু জানেন..একটু হেল্পান। থানায় গেলে কত টাকা লাগব..অথবা আর একখান ইনস্যুরেন্স করলে কি সমস্যা হতে পারে..