অনেক দিন হল কোথাও রিলাক্স করার জন্য যাওয়া হয় না।
অফিসের গত বাঁধা রুটিন কাজ আর বাসা-অফিস আর ভাল লাগে না। তাই সিদ্বান্ত নিলাম এবার ঘুরতে যামোই, অফিস ছুটি দিক আর না দিক!!
তয় এবার আর দেশের ভিতরে না, দেশের বাইরে। তাই নেপাল যাইতে চাই। শুনলাম নেপালে ভিসা লাগে নে...সত্যি নাকি? কেউ কিছু জানেন?
নেপাল গেলে কি রকম খরচা-পাতি হইবে, কি কি করতে হইবে?
নেপালে দেখার মত কি কি আছে? হোটেল এ থাকার ব্যাবস্তা কেমন?
ভাই-বোনেরা কেউ যদি অভিঙ্গতা মেমোরিতে জমা করে থকেন প্লিজ, অনুরোধ করতাছি এবার খুজে এইখানে কপি-পেষ্ট করোন... আপনাদের অগ্রিম ধন্যবাদ দিয়া রাখলাম!!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২০