অমর চিত্রকর, লেখক, গণিতবিদ ও উদ্ভাবক লিওনার্দ্যাে দ্য ভিঞ্চির বিশ্বখ্যাত সৃষ্টি 'মোনালিসা' নিয়ে বছরের পর বছর চলছে গবেষণা। মোনালিসার পরিচয় বের করতে গিয়ে বারবারই হোঁচট খেয়েছেন গবেষষকরা। শতাব্দীর পর শতাব্দী জুড়ে এই নিয়ে চলছে বিতর্ক।
গবেষকদের কেউ কেউ বলেছেন, ভুবনমোহিনী হাসির এ নারী আসলে শিল্পীর নিজেরই প্রতিরূপ। কারো মতে, মোনালিসা ছিলেন ইতালির এক পতিতা, যার প্রেমে পড়েছিলেন ভিঞ্চি। কেউ বলছেন, মোনালিসা ছিলেন ইতালির এক নারীবাদী নেত্রী। কিছুদিন আগে জার্মান গবেষকরা দাবি করেছেন, রহস্যময়ী এ নারী হলেন ফ্লোরেন্সের ষোড়শ শতাব্দীর ধনাঢ্য ব্যবসায়ী ফ্রান্সেসকো ডেল জিওকন্ডোর স্ত্রী লিসা।
সম্প্রতি ইতালির এক গবেষক দাবি করেছেন, চীন থেকে ইতালিতে নিয়ে যাওয়া এক ক্রীতদাসী ছিলেন মোনালিসা। তিনিই ছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চির মা। ইতালির এই ইতিহাসবিদের গবেষণা অনুযায়ী বহুমাত্রিক প্রতিভার অধিকারী দ্য ভিঞ্চি হচ্ছেন অর্ধেক চায়নিজ অর্ধেক ইতালিয়ান।
ইতালিয়ান ইতিহাসবিদ ও লেখক অ্যাঞ্জেলো পারাটিকো দ্য ভিঞ্চি এবং মোনালিসা সম্পর্কে গবেষণার পর এমন তথ্য প্রকাশ করেছেন। তাঁর এই দাবি বিশ্বজুড়ে ফের উসকে দিয়েছে নতুন বিতর্ক। এ নিয়ে চীনেও তৈরি হয়েছে বিস্ময় ও অবিশ্বাস।
বুধবার চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলো পারাটিকো বলেছেন, ছবিতে মোনালিসার পেছনে চায়না ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। তার মুখাবয়বও চীনাদের মতোই। মোনালিসা চীনা ক্রীতদাসী!
তিনি আরো দাবি করেছেন, চীন থেকে ইতালিতে নিয়ে আসা এই ক্রীতাদাসীই ছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চির মা। তার নাম ক্যাটারিনা। দ্য ভিঞ্চির বাবার এক ধনী মক্কেলের ক্রীতদাসী ছিলেন তিনি। ১৪৫২ সালে দ্য ভিঞ্চির জন্মের পর নথিপত্র থেকে ক্যাটারিনা অদৃশ্য হয়ে যান। দ্য ভিঞ্চির মা ক্যাটারিনার পরিচয় সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।
দ্য ভিঞ্চির অমর সৃষ্টি 'মোনালিসা' ছবিটি বর্তমানে সংরক্ষণ করা আছে প্যারিসের ল্যুভ জাদুঘরে। এটি একদিকে যেমন দর্শকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু, তেমনটি এর মডেলকে নিয়ে গবেষকদেরও আগ্রহের কমতি নেই। মোনালিসা পরিচয় নিয়ে তাই যুগে যুগে তৈরি হয়েছে বিতর্ক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২২