কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি ?
নির্বাচন কমিশন আগামী ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণার পর চলতি রাজনৈতিক অস্থীরতার মধ্যেও আলোচনায় উঠে এসেছে, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি ?
বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি হওয়ার মিছিলে এ মুহূর্তে শোনা যাচ্ছে তিনটি নাম। এই তিনজন হলেন- বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ, বর্তমান সংসদের সরকার দলীয় উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরী এবং জাতীয় পার্টি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ। এছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারের নামও কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে উঠে আসে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১০ এপ্রিল বুধবারঅস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকে ঘিরে জোর জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বঙ্গভবন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন ও আচরণে আবদুল হামিদের দীর্ঘ মেয়াদের জন্য বঙ্গভবনে প্রবেশের ইঙ্গিত মিলেছে। বুধবার দুপুরে শেখ হাসিনার পর সন্ধ্যায় অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুই নেতা তোফায়েল আহমেদ ও সৈয়দ আশরাফুল ইসলামও।
রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমানের মৃত্যুর পর নতুন রাষ্ট্রপতি নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে বেশ কয়েকদিন জল্পনা-কল্পনা চলছিল।গত ৯ এপ্রিল মঙ্গলবার নির্বাচন কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে আগামী ২৯ এপ্রিল। আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পরদিন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৪ এপ্রিল পর্যন্ত তা প্রত্যাহার করা যাবে।
বুধবার দুপুরে সংসদ ভবনে স্পিকারের বাসভবনে আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনের কয়েকটি সূত্র জানিয়েছে, এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হয়। পরবর্তী স্পিকার হওয়ার মতো কে আছেন, সে বিষয়ে আবদুল হামিদের মতামত জানতে চান প্রধানমন্ত্রী।
২০ তম রাষ্ট্রপতি হওয়ার মিছিলে থাকা অপর প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সম্ভাবনা ক্রমশই ম্লান হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিগত এক দশকের রাজনৈতিক ট্রেন্ড হলো, সংসদ উপনেতাই হন রাষ্ট্রপতি। কিন্তু দলের মধ্যে সাজেদা চৌধুরীকে নিয়ে কিছু বিতর্ক থাকায় তিনি এ মুহূর্তে রাষ্ট্রপতি হওয়ার দৌড় থেকে খানিকটা পিছিয়ে পড়েছেন। বিশেষ করে শেখ হাসিনার বেয়াই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়র মোশাররফ হোসেনের রাজনৈতিক বিরোধের কারণেই সাজেদা চৌধুরীর রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছে পূরণ না হওয়ার সম্ভাবনা বেশি।
এছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ জীবনের শেষ ইচ্ছে অনুযায়ী আরেকবার রাষ্ট্রপতি হওয়ার জন্য লবিং শুরু করেছিলেন। একদিকে চলছে রাজনৈতিক অস্থীরতা আর অন্যদিকে সংসদ নির্বাচনের বেশি বাকি নেই, এ অবস্থায় এরশাদ দরকষাকষির মাধ্যমে বেশ আশাবাদী হয়ে উঠেছিলেন। দর কষাকষির অংশ হিসেবেই জাতীয় পার্টির নেতাদের হেফাজতে ইসলামীর মঞ্চে দেখা গেছে। কিন্তু এ মুহূর্তে এরশাদের মতো নীতিহীন ও অস্থীর চিন্তা-চেতনার ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে নারাজ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নের্তৃবৃন্দ। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকেই তাদের অপছন্দের কথা জানিয়ে দিয়েছেন বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। কাজেই এরশাদের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই অস্থায়ী রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ ও দীর্ঘ বৈঠকের পরিপ্রেক্ষিতে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতিকেই এ মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকগণ এগিয়ে রেখেছেন। গত ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান রাষ্ট্রপতি জিল্লুর রহমান। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার আবদুল হামিদই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সবকিছ ঠিকঠাক থাকলে আব্দুল হামিদ-ই হবেন বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি।
সূত্র - প্রস্তুতি : (প্রতিমুহূর্ত.কম/ http://www.protimuhurto.com)
View this link
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন