শোনেন শোনেন ভাইসকলে জীবিত বিবাহিত
আমি একজন এই দুনিয়ার প্রেমিক নির্যাতিত।
ভালোবেসে যাহার পায়ে দিলাম আমার জীবন
ঝাড়ি খাইতে খাইতে তাহার হইসে এখন মরণ।
যদি বলি ময়নাপাখি টিয়াপাখি সোনাপাখি আমার
ঝাড়ু লইয়া দৌড়ানি দেয়, কয় আমি নাকি দেল্লা রাজাকার।
ছি ছি আমার যাদুমনি ইসব কিরাম কথা?
এই বয়সে খাইসো নাকি তোমার চোখে মাথা?
কোথাকার কোন ছাগলাদাড়ি বুইড়া হারাম চামার
তাহার সাথে মিলাও মোরে এ কেমন তোমার বিচার?
ওমনি আসে চোখ রাঙিয়ে করে সাপের মতন ফোস
ভিমরী খাই সে রূপ দেখে হারাই সকল হোস (হুস)।
ফোনটা কেনো তোমার বিজি সকাল দুপুর বেলা?
কথাখানা জিজ্ঞাইলে সাঙ্গ আমার ভবলীলা।
আমি নাকি ইটালিয়ানো মাইয়াগো ভালা পাই
তবুও আমার মতন সন্দেহবাতিক নাকি তাহার মোটেও নাই।
আমি নাকি হারামী সেই কু্ত্তা রমজান
কুটকচালি কেচালবাজি আমার নাকি কাম।
আর যদি কই তুই তো আমার হুরমতিয়া বুয়া
ঢঙ্গ রঙ্গ কইরা দিসছ আমার চোখে ধুয়া
ওমনি ছোটে তুবড়ি গুলির মতন গালির ট্যাগ
মোল্লা নোয়াখাইল্লা চোখের সামনে থেকে ভাগ।
ভন্ড মজিদ, সাইদী হুজুর, কুত্তা, গরু বিলাই
আম্র, কাঁঠাল, মাকাল ফল আয় আজ তোরে পাকাই কিলাই।
আবার ছি ছি কি সব কথা তার থেকে দাও কিস
সোনা যাদু, রুপা মধু করোনা কি মোরে মিস?
হুরীর মত চেহারা খানা কেমন মুখে ভাষা?
দিনে দিনে ভুলাই দিলা মনের সকল আশা।
জন্মসময় তোমার মুখে মধু ভুলে মা কি?
দিয়াছিলো করলা তিতা, নিমের পাঁচন নাকি?
ওরেব্বাবা সত্য কথা বড়ই কঠিনতর
চেহরা দেইখা তখন দিলে চাক্কু মরো মরো।
ভয়ে ভয়ে বলি আমি সুইটি হানি বানি
সব ভুলে যাও সোনামনি আমার পরান জানি।
রাখ তোর ঐ ইঁদূর কইলজা দূরে গিয়া মর
এই জনমের মতন চাইনা দেখতে চেহারা তোর।
ও মাই মাই কি বলো সব না জায়েজি কথা
নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ দিওনা আর ব্যাথা।
সব ভুলে যাও ডার্লি আমার মেনে নিলাম সকল দোষ
থামাও সকল গালিবাজি থামাও সাপের ফোস!
একটা চামচ মধু দিয়া খাও তুলসিপাতা
ঝগড়া কইরা ভাঙ্গছে গলা কেমনে গান গাবা?
কি কইলি আমি সাপিন? আমি ঝগড়িবাজ!
বিয়ার আগেই তোরে তালাক দিলাম আমি আজ।
ফটাস করে লাইন কাটে, অনলাইনে হাওয়া
দমবন্ধ হয়ে আমার বন্ধ খাওয়া দাওয়া।
ভাইসকলে বিচার করেন আমি প্রেমিক নির্যাতিত
প্রেমে পইড়া এই দুনিয়ার শ্রেষ্ঠ অত্যাচারিত।
আপডেট নাম্বার ১
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩