ইচ্ছে করে বিশাল আকাশের এক কোনে
ছোট্ট একটি ঘর বেঁধে বাস করি আনমনে
সেথা থাকবে না কোন গোলজোগ,হুলুস্থুল
একা একা দিন কাটাই নির্জনে।
ইচ্ছে করে বিশাল সাগরের বুকে
মাথা রেখে ঘুমিয়ে থাকি
ঢেউ এর তালে তালে ভাসতে থাকি
একা একা চলতে থাকি সুখে দুঃখে।
ইচ্ছে করে সাহারা মুরু বুকে
হাঁটতে থাকি একা একা
যেখানে নেই কেউ, পাবো না কারো দেখা
একা একা আঁকবো মনের মাঝে কল্প রেখা।
ইচ্ছে করে আকাশে পাখি হয়ে একা একা উড়তে
হিমেল হওয়ায় প্রান জুড়িয়ে
হাওর বাওর খালে বিলে ঘুরতে
শীতের অতিথি হয়ে অন্য দেশে ছুটতে।
ইচ্ছে করে দুঃখের কবিতা লেখতে
কষ্টের কাহিনীগুলো চোখ মেলে দেখতে,
সকল বেদনা মনের মাঝে চাপা দিয়ে রাখতে
একা একা নির্জনে থাকতে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৪