বুঝিনি আমি কাকে বলে স্বাধীনতা বা স্বাধীন?
এখন বুঝেছি যখন আমি অন্যের দেশে পরাধীন।
বুঝিনি আমি স্বাধীন দেশে বুক ফুলিয়ে হাটতে কত মজা?
এখন বুঝেছি যখন আমি অন্যের দেশে হয়ে আছি প্রজা।
বুঝিনি আমি কত আপন আমার প্রিয় বাংলাদেশ?
এখন বুঝেছি যখন পাড়ি জমিয়েছি বিদেশ।
বুঝিনি আমি কত আপন নিজের মাতৃভাষা?
এখন বুঝেছি যখন অন্যের ভাষায় অনেক কষ্টে ব্যক্ত করি আশা।
বুঝিনি আমি কত মিষ্টি মায়ের আদর মাখা বকা?
এখন বুঝেছি যখন সারা দিনে পাইনা মায়ের একটি বারও দেখা।
বুঝিনি আমি কত মধুর বাবার করা শাসন?
এখন বুঝেছি যখন অন্যরা আমায় করিতে চায় শোষন।
বুঝিনি আমি কত সুখ দশর্নে প্রিয় বোনের মুখ ?
এখন বুঝেছি যখন ওদের না দেখে ব্যাথিত আমার বুক।
বুঝিনি আমি কেমন আপন ছিল আমার ভাই?
এখন বুঝেছি যখন বিপদের সময় কাউকে কাছে না পাই।
বুঝিনি আরো অনেক কিছু থাকতে নিজের দেশে?
এখন সবই বুঝতে শুরু করেছি আপনজন ছেড়ে যখন এসেছি প্রবাসে।