(পুস্টে ভদ্রজনিত কিছু গালি আছে, পূর্ণবয়স্কদের গায়ে লাগবে না, আর অল্পবয়স্কদের মানা করলে লাভ নাই- এরা দেখলে উল্টা আরও লাফায়া লাফায়া ভিত্রে ঢুকবে, কিন্তু তাও, ১৮ প্লাস ট্যাগ। জাতির উদ্দেশ্যে জানান যাইতেছে যে এইটা বেসিকালি সঙ্গীত পুস্ট)
(ও, আর আনপ্লাগড কথাটা লাগায়া অস্বস্তি লাগতাছে। মানে তো জানি না। আগে দেখতাম ব্যান্ডের গানে আনপ্লাগড লেখা, মাঝে মধ্যে টিভিতে দেখতাম ক্রিকেট বিশ্লেষণ 'হারশা ভোগ্লে আনপ্লাগড' চলতেছে, এইটার বাংলা কি হবে? তার-খোলা?...তারছিঁড়া?...'হারশা ভোগ্লে তারছিঁড়া' শুনতেই কেমন লাগে। 'গ্যাংস্টা র্যাপঃ তারছিঁড়া সংস্করণ' দিব নাকি শিরোনাম? ...জগতে প্রশ্নের অভাব নাই)
আমার একটা বদভ্যাস আছে, কোন জিনিস নজর কাড়লে বা ভালো লাগলেই সেটা নিজে করে দেখার ইচ্ছে জাগে। যেমন একবার 'ইনিস মোনা' শুনে নিজে গাইবার শখ হলো (পরের দুই সপ্তা ফ্যাসফ্যাসিয়ে কথা বলতে হয়েছে, আর এখন এলভেইটির নাম শুনলেই গলা ভেঙ্গে যায়), একবার বিষ্ণু দে পড়ে ভাব্লাম কবিতা লিখব (পাঁচ লাইন লিখেছিলাম, শব্দগুলার অসামনেস সহ্য না করতে পেরে মোমবাতি থেকে আগুন ধরে গেছিল কাগজে), আর গত বছর স্ট্রিট ড্যান্স নিয়ে একডজন ছবি দেখার পর চিন্তা করলাম এরকম নাচ শিখব (ফলাফলঃ বাম পা মচকান, দুই হাঁটুতে ফ্র্যাকচার, মাথায় তিনটে আলু, ডাক্তার বলেছে বয়সকালে আলুগুলো জ্বালাবে, ভাইয়াকে সন্দেহভরা জিজ্ঞেস করেছিল আমি আগে আত্মহত্যার চেষ্টা করেছি কিনা কখনো; বাসা থেকে ইশতেহার দিয়েছে এর পরে 'রাস্তানৃত্য' চেষ্টা করলে আমাকে রাস্তায় ছেড়ে আসবে)--হয়তো সবগুলায় সফল হইনি, কিন্তু অভ্যাস ছাড়তেও পারিনি। সেই ধারা অনুসরণ করে গত কয়েক সপ্তা ধরে শুনছিলাম একগাদা বাংলা র্যাপ; ভালই লাগল।
এখন চিন্তা করলাম নিজে কিছু লিখি!
আগে মূল সঙ্গীতের আগে একটা বাড়তি অংশ থাকত। গৌরচন্দ্রিকা। সেইখানে গায়কের পরিচিতি, স্রষ্টার প্রশংসা ইত্যাদি ইত্যাদি ঠুসে দেওয়া হতো। আমিও ছাড়ব কেন? তাই গ্যাংস্টা র্যাপের আগে গ্যাংস্টা গৌরচন্দ্রিকাঃ
"গ্যাংস্টা গ্যাংস্টা আমি গ্যাং গেল কুনখানে
সব শালা জোচ্চোর ভাগছে কামের নামে
----------------যাউকগা-----------------
র্যাপ করি বিদ্যুৎ, বাকি শালারা চ্যুত
মাড়ানি পায়ের নিচে সব মাঙ্কির পুত
আমার লাগেনা কাউরে আমি লাগাই লাগাই
পোলাপানের ভাব দেখলে আইগায়া যাই
একা একা পথে হাঁটি দুই হাতে বন্দুক
ডরাইনা কাউরে দ্যাখ আমার খ্যাত লুক
সেক্সি মাদাফাকা আয়্যামা সেক্সি মাদাফাকা
রাজত্ব সারা শহরে আমার শহরের নাম ঢাকা!"
ইন্ট্রোডাকশন, ব্রাভাডো দেখানো শ্যাষ এইবার র্যাপ নাম্বার ওয়ান, নাম-- "লাবিউ বত্ব ফাকিউ"
রাইত বাজে বারোটা আব্বা ঘরে আইছে
খেতাখুতা টাইনা আমি মনে মনে কই খাইছে!
আব্বা কয় হারামির পো নালিশ আইছে তোর নামে
বাড়িঅলার মাইয়াডার তুই হাত ধরসস কোন কামে?
আমি কইলাম, হৈছে কাম, বুইড়া নিজেই আইছিল?
আমার নামে নিশ্চিত হ্যাতে বহুত গুণগান গাইছিল?
আপ্নের পোলা খাঁটি সোনা আব্বা, এইগুলা সব রটনা
চিনিই না ওই মাইয়ারে তো ক্যাম্নে ঘটবো ঘটনা?
আব্বায় কয় শাটাপ বান্দর, মাইয়া নিজেই আইছিল
ভাগছিলি তুই, নৈলে তরে নিয়াই কইতে চাইছিল।
এখন ক শালার ব্যাটা তরে লইয়া কই যাই?
এক্কেরে কুইট্টালবাম যদি মিছা কথার হদিস পাই।
কৈলাম, আব্বা, আপ্নের পোলা সুপুরুষ, বিশাল বীর
তবে কিনা মাইয়াডাও সেইরাম, মানে অস্থির;
রাইগেন না পিলিজ, জানেনই তো আপ্নেরে খুব ভয় পাই
তবে কিনা, মানে আব্বা, অরেই বিয়া করবাম চাই।।
এইবার দ্বিতীয় র্যাপ, এইটা কোরাস কৈরা গাওয়ার গান। নাম-- "দা লুঙ্গি সং"
লুঙ্গি পরে আসো পুঙ্গি বাজাই
আমার পকেট খালি কোন গার্লফ্রেন্ড নাই;
আমি গলা ছেড়ে গান গাই খুব খিদে পেলে
আমি কারো সাতেপাঁচে নাই খুব ভালো ছেলে
আমি খাইদাই সারাদিন ঘুমিয়ে কাটাই
তাই---লুঙ্গি পরে আমি পুঙ্গি বাজাই
--------আসো লুঙ্গি পরে সবে পুঙ্গি বাজাই।।
আমার চুল বড় বড় আমার গেঞ্জিতে ঘাম
আমি পথে পথে ঘুরি কেউ দেয় না তো দাম
আমি খ্যাত আনস্মার্ট আমি বলদ ভোদাই
তাই---লুঙ্গি পরে আমি পুঙ্গি বাজাই
--------আমার পকেট খালি কোন গার্লফ্রেন্ড নাই;
আমি-
অলিতে গলিতে টলিতে টলিতে চলিতে চলিতে
থামি;
কারো-
আশাতে নেশাতে গোপন তৃষাতে মাতাল পাতালে
নামি;
আমি-
সব চুরমার করে একাকার বার বার পুড়ে যাই;
যেন-
এই নিরামিষ জীবনের কোন বাস্তব মানে নাই;
শুধু ধুলোমাখা হাসিমুখে মরণের গান গাই;
তাই---লুঙ্গি পরে আমি পুঙ্গি বাজাই
আসো লুঙ্গি পরে সবে পুঙ্গি বাজাই...
সবে লুঙ্গি পরে আসো পুঙ্গি বাজাই...
এইবার থার্ড এবং ফাইনাল র্যাপ, এইটা জাস্ট র্যাপ নামে একটা অজুহাত, আসল উদ্দেশ্য গালাগালি করা! আমি এইটা নিয়ে সবচে বেশি প্রাউড নাম- "দা শ্যাটানিক ভার্সেস"
গালাগালি হৈল একটা আর্ট মানে শিল্প
গাইলাইতে চাইলে বাংলার সব শব্দই মিলবো
অর্থ জাইনা গাইলাও পাগলা শুনতে লাগব সেই
আইসো পুলাপান তোমগো গালির শিক্ষা দেই।
অ তে অগাচণ্ডী বলো আ তে আওয়াছুদা
ক তে কমিন খ তে খাইস্টা গ তে গাংগরযুদা
চ তে চ্যাংড়া ছ তে ছ্যাঁচড়া জ তে জিনাকারী
ট তে টাউট ঠ তে ঠ্যাঁটা ড তে ড্যাকরা নারী
ত তে ত্যান্দড় ধ তে ধোনদোল দ তে দোঁআইশা
প তে পুংটা ফ তে ফকরা ব তে বান্দিবৈশ্যা
য তে যাইরা র তে রতি ল তে লটকালটকি
শ তে শান্টিং স-য় সুমুন্দি হ তে হাউয়ার ুটকি
আরো আছে হরেক গালি শুনতে লাগে বেশ
একটা একটা বলতে গেলে হৈব না রে শেষ
পুন্দাপুন্দি ঝিন্দের বন্দি ডবকাডবকি সেই
খাপে খাপ না ঠাপে ঠাপ ঐটার হিসাব দেই
বীচি মানে ঢেউ আবার বিচি মানে বিচি
চ বর্গের গালি দিলে ব্লক, তাই বাদ দিছি
আবার সব গালি গালি নয় কেউ কেউ গালি
শুনতে ভুল করলে দিবি হাতে হাতে তালি
কি ভাই খান কি পোলাও মাংস অর্ডারে দাগাদাগি
না না রাখেন আমি কেবল সবজি-ভাত মাগি!
সব শেষে একটা কথা- গালাগালি মন্দ
যদি দ্যাও রেগে গিয়া, বুঝলা প্রিয় বন্দো!
গাইলাও খুশিমনে তুমি, গাইলাও আনন্দে
গাইলাও সনেট হাইকু লিখা, গাইলাও ছন্দে ছন্দে
কিন্তু গালি খাওয়ারও অভ্যাস থাকতে হবে জিনিয়াস
মনে রাখবা একটা বাণী- 'হোয়াই সো সিরিয়াস!'
র্যাপ শ্যাষ।
*পড়ার জন্য প্লেটনিক ভালবাসা জানাই।
**পোস্টে ব্যবহৃত সকল গালি বাংলা একাডেমির গালি অভিধান হতে সংগৃহীত।
***ইয়াল্লা রাত তিনটা বাইজা গেছে!
****স্টার দেওয়ার বদলে পুনশ্চ বা বি.দ্র. দিতে চাইছিলাম। লেখতে আলসামি লাগে। বুঝে নিয়েন।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:২১