ঢাকায় লাশটানা গাড়ির হেলপারদেরও সমিতি আছে। পত্রিকার কয়েকজন সাব-এডিটর একত্র হয়াও এক্টা সমিতি কর্ছেন। সেই সমিতিতে মিডিয়া ফর মিডিয়া নামের এক বায়বীয় পদার্থের জাহাঙ্গীর কি আলম্গীর সদস্য নির্বাচিত হইছে- এতে বেজায় খুশি হয়া ত্রিভুজ এক্টা পুস্ট দিছে। এখন প্রশ্ন হৈল- মিডিয়া ফর মিডিয়া জিনিসটা কি? এই নামে কোন ম্যাগাজিন-পত্রিকা-লিফলেট বাংলাদেশের বাজারে নাই, বাজি ধর্তে পারি। ত্রিভুজ হয়তো এই নামে কোন ওয়েবসাইট খুলতেছে বা এই নামে এনজিও খোলনের খায়েশ হৈছে তার। আর্কাইভ বিষয়ক আবালীয় প্রচেষ্টার কথা বাদ দিলেও দেখা যায়, ছাগলটার এইরম খায়েশ প্রায় হয়া থাকে। তবে এইক্ষেত্রে যেইটার সম্ভাবনা বেশি, সেইটা হৈল মিডিয়া ফর মিডিয়া নামে আসলে কিছুই নাই। ত্রিভুজের মন্তব্যগুলোও সেই সাক্ষ্য দিতেছে। ধর্লাম, সেইটা এক্টা ওয়েবসাইট বা এনজিও, তাহলেও তো সেইসব জায়গা থিকা সাব-এডিটর পদ পয়দা হৈতে পারে না। কিন্তু দেখা যাইতেছে, মিডিয়া ফর মিডিয়া নামের বায়বীয় ছাগুপদার্থে একজন সাব-এডিটর বিরাজমান এবং সেই ছাগলটা আবার সাব-এডিটর কাউন্সিলের সদস্যও নির্বাচিত হয়া গেছে। কেমন হাস্যকর সমিতি ভাইবা দেইখেন এক্টু।
পত্রিকার নামগুলাও হাস্যরসের উপাদান জোগাইব- ইনকিলাব, বাংলাদেশ টুডে, নয়া দিগন্ত, বাংলাবাজার পত্রিকা, এনএনবি, আমার দেশ, সরাসরি, মাই টিভি, যায়যায়দিন...। আক্কলকা ইশারায়ে কাফি। কয়েকজনের নাম দেখতেছি মোটামুটি পরিচিত পত্রিকার- ইত্তেফাক, ভোরের কাগজ, জনকন্ঠ, সংবাদের। ওয়াকিবহাল মাত্রই জানবেন, এই পত্রিকাগুলা বহুদিন থিকা সার্কুলেশনের অভাবে পরপারে যাওনের লাইনে আছে। ইত্তেফাকে কিছু থাকলেও অন্য পত্রিকাগুলাতে ভাল সাংবাদিক নাই বল্লেই হয়। পরিস্কার বুঝন যায়- দুই কি তিনজন দ্বিতীয় সারির এবং তৃতীয় শ্রেণীর বাকি সাব-এডিটরদের এইটা এক্টা চতুর্থ শ্রেণীর সমিতি। সেখানে কতিপয় পাগল আছে দেখতেছি, ত্রিভুজের পুস্ট থিকা জানলাম- ছাগলও এক্টা আছে।
সব দেইখাশুইনা হাসতেছি। নতুন কৈরা কিছু কৈতে চাই না। শুধু হোসেইনের কথা কাটপেস্ট কৈরা কৈ- কিছু মনে কইরেন না ত্রিভুজ , সাদা মনে একটা কথা কই। সব কিছুরে গুলাইয়া ফেলার একটা সিমটম আপনার মাঝে আছে। দয়াকরে বেশি বেশি পড়েন। আর পারলে কোন মনোরোগ বিশেষজ্ঞরে দেখান । রোগ হলে চিকিৎসা নেয়া উচিত। এতে লজ্জার কিছু নাই । এই যে এই সব ফাউল কথাবার্তা কন আর মাইনষে আপনেরে ছাগল কয়, এতে আপনার লজ্জা না হইলেও আমাদের মাঝে মাঝে লজ্জা হয়। আল্লাহ আপনার সুস্থতা দেন। আমীন।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৪