পরিচয়ের শুরুতে কখনই ভাবিনি ফেইসবুকে কারো সাথে এভাবে সম্পর্কে জড়িয়ে যাবো।
ভালোই ছিলাম আমরা।নিয়ম মেনেই প্রতিদিন চ্যাট হতো ফোনে কথা হতো।এভাবেই ভালোবাসার অনুভূতি গুলো দুজনার মনে ছড়িয়ে যেতে লাগলো দিনের পর দিন।এরপর যতো দিন গড়িয়েছে ভালোবাসার অনুভূতি গুলো ও বেড়েছে বহুগুণ।
আমাদের মধ্যে সাধারন ব্যপার নিয়ে প্রায় ঝগড়া হতো কিন্তু ঝগড়া শেষে যখন সরি বাবুই বলতাম সব মান আভিমান ভুলে আমরা আবার এক হয়ে যেতাম।
কতো জায়গায় যে আমার ঘুরেছি তার কোনো হিসেব নেই।কতো সময় যে একসাথে কাটিয়েছি তার হিসেব ও জানা নেই। তোমার সাথে কাটানো মুহূর্ত গুলি ছিলো আমার জীবনের সব চাইতে প্রিয় মুহূর্ত।
কিন্তু হঠাৎ পালাবদলের হাওয়া লাগলো তোমার মনে তুমি বেমালুম ভুলে গেলে শত ঝড় ঝাপটার মাঝে ও বহুদিন ধরে টিকে থাকা একটি দুষ্ট মিষ্ট প্রেমের অধ্যায় কে।
আর আমাকে দেখিয়ে দিলে ঠিকানা বিহীন এক পথ যে পথ পেরিয়ে তোমার কাছে ফিরে আসা আমার পক্ষে আর কোনো দিনসম্ভব হবে না।
অথচ চাইলেই গল্পটা অন্য রকম হতে পারতো।চাইলেই দুজনের দেখা স্বপ্ন গুলো সাজাতে পারতাম আর ভালোবাসার আলোয় আলোকিত করতে পারতাম আমাদের আপন ভুবন।
হয়তো এটাই নিয়তি ছিলো তা নাহলে যখন সব ভয় দূর করে আমরা একসাথে থাকার স্বপ্ন জাল বুনছিলাম ঠিক সেই সময় কেন এভাবে চলে যেতে হবে।
কিন্তু চাইলেই তো গল্পটা অন্য রকম হতে পারতো বাবুই।তাহলে কেনো...