প্রতিটা মানুষেরই মানসপটে নানান রংঙ্গের রংতুলি দিয়ে আঁকা এক একটি স্বপ্ন বিরাজ করতে থাকে। মনের গহীনে পরম স্নেহে লালিত এই স্বপ্নগুলো, কেমন যেন হাতছানি দিয়ে ডাকতে থাকে মানুষকে। আর মানুষ ও ছুটে চলে স্বপ্নগুলো সত্য করার পথে। খুব ছোট বেলায় ইংরেজী বিষয়টি থেকে এক প্রকার বেঁচে চলারই চেষ্ঠা করতাম। এক একটি ইংরেজী অক্ষরগুলো যেন দৈত্য-দানব মনে হত। আমার এই ইংরেজী ভীতি দুর করার লক্ষেই হয়ত, বাবা আমাকে একটি ইংরেজী মাধ্যমের স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমি যেন অথৈ সমুদ্রে পড়লাম। কিন্তু না, স্কুলের শিক্ষক-শিক্ষিকাগন এত যত্ন সহকারে ইংরেজী শেখালেন, তাতে করে ইংরেজীই আমার সবচেয়ে প্রিয় বিষয় হয়ে উঠল, হঠাৎ বাবার আকস্মিক মৃত্যুতে পরিবারের অর্থ সংকট হয়ে উঠার দরুন, স্কুলটিতে খুব বেশী দিন পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাতে করে কিছুটা মন:ক্ষুন্ন হলেও একেবারে দমে গেলাম না। পরবর্তীতে যে স্কুলে ভর্তি হলাম,সেখানের প্রতিটি ইংরেজী ক্লাস খুব মনযোগ সহকারে করতে লাগলাম। ৬ষ্ঠ শ্রেনীতে পড়াশুনাকালীন সময়ে একজন ইংরেজী শিক্ষক আমাকে ইংরেজী শেখার প্রতি দারুন প্রেরনা যুগিয়েছিলেন। এরপর বিভিন্ন ইংরেজী বিষয়ক পরিক্ষায় অংশগ্রহন শুরু করলাম, এবং আশানুরুপ ফলাফল ও অর্জন করলাম। তখন থেকেই নিজেকে কোন এক বিশ্ব-বিদ্যালয়ের ইংরেজী প্রভাষক হিসেবে স্বপ্ন দেখতে শুরু করলাম। এভাবেই আমার স্বপ্নটি মনের অন্ত:স্থলে লালিত হচ্ছে পরম যত্নে। মহান আল্লাহ, মা, শিক্ষক-শিক্ষিকা, আত্নীয়-স্বজন সকলের কাছে দোয়া পার্থনা করে বাস্তব জীবনে ছুটছি। জীবনের স্বপ্নটি বাস্তবায়নের লক্ষে।
লিখাটি আমার খুব কাছের একজন মানুষ, দিয়েছে। সবাই তার উজ্জল ভবিষৎতের জন্য দোয়া করবেন।
(লেখাটি মুঠোফোন থেকে লেখা, ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
শুভ রাত্রি সকল ব্লগারদের।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৬