মেটাল সঙ্গীতের সাথে আমার সখ্য গড়ে ওঠে ২০০৪ সাল থেকে । তখন আমাদের বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলি জনপ্রিয়তায় আসতে শুরু করে । সেই সময় আর্টসেল এবং ব্ল্যাকের(যদিও ব্ল্যাক অল্টারনেটিভ রক ব্যান্ড ) গানের মাধ্যমেই এই ধাঁচের গানের সাথে পরিচিত হয়ে উঠি । এর সাথে ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেট ইত্যাদি জনপ্রিয় ব্যান্ডের গানও ব্যাপকভাবে শোনা শুরু করি, খুব ভাল লাগতো । কিন্তু দেশের বাইরের বিভিন্ন ব্যান্ডের গান সম্পর্কে কোন ধারণাই ছিল না । তখন ইন্টারনেট কি, তায় জানতাম না । সব মিলিয়ে এক রকম কানা ছিলাম
এমন অবস্থায় ২০০৫ সালে আমার এক হিপহপ গানের অন্ধ ও গোঁড়া ভক্ত এক বন্ধু কিভাবে যেন একটা সিডি পায়, যেটা শুনে সে বিরক্ত হয়েছিল ব্যাপকভাবে । ঘটনাচক্রে তার বাসায় যেয়ে সিডিটা দেখে আমার আগ্রহ হয় । তাকে জিজ্ঞেস করি এই সিডির আত্মকাহিনী সম্পর্কে । সে বলল, ইহা বিশুদ্ধ শব্দদূষণমূলক ঘ্যা ঘ্যা ধরণের আওয়াজে ভরা একটি সিডি । তখন তার কাছ থেকে সিডিটা এনে শুনলাম । প্রথম গান শুরু হওয়ার পর থেকে আমি বসেই আছি বসেই আছি । পুরো ৭৬ মিনিট শেষ হওয়ার পর যখন গান বন্ধ হল, তার ২ কি ৩ মিনিট পর উঠে মাথা একটু ঝাঁকি দিয়ে চিন্তা করলাম, এতদিন কি শুনলাম, আর এখন এইটা কি শুনলাম । :-<
সেই সিডিটা ছিল Dream Theater এর Octavarium । এই অ্যালবামটা শোনার পর থেকে জোরেশোরে এদের এবং এই ধরণের গান সংগ্রহ করার জন্য দৌড়াদৌড়ি শুরু করি । এরপর আর পিছে তাকাইনি । ধাতু সঙ্গীতের প্রতি আমার আকর্ষন দিনে দিনে বেড়েই চলেছে । এই আকর্ষন কমার নয়, এবং এই আকর্ষন কেন আছে তা বোঝাও সবার পক্ষে সম্ভব নয় । কারণ, মেটাল সঙ্গীত কখনো জোর করে কেউ পছন্দ করতে পারে না । যারা করার, তারা স্বয়ংক্রিয় ভাবেই আকৃষ্ট হয় ।
যাই হোক, প্যাঁচাল বহুত পারলাম । এখন আপনাদের সাথে আমার প্রিয় কিছু গান শেয়ার করছি । আশা করি সবার ভাল লাগবে । তবে, এগুলা শোনার পরে যদি কোন ভাই ও বোনের মাথায় যন্ত্রণা ও ব্যাথার আবির্ভাব ঘটে, তাহলে আমি দায়ী থাকব না, সুতরাং সবাই নিজ দায়িত্বে শুনবেন । :!> :#>
প্রথম গানটি ড্রিম থিয়েটারের Awake অ্যালবাম এর The Mirror
দ্বিতীয় গানটিও ড্রিম থিয়েটারের । Six Degrees of Inner Turbulence অ্যালবাম এর The Glass Prison ।
তৃতীয় গানটি Opeth এর Orchid অ্যালবাম এর The Apostle In Triumph ।
এরপরের গানটি Tool ব্যান্ডের 10,000 Days অ্যালবাম এর Vicarious ।
এই গানটি আমার বিশেষভাবে প্রিয় । গানটির কথা কেন যেন একেবারে ভিতরে যেয়ে আঘাত করে আমাকে, exact কোনো কারণ ছাড়াই এমনটা মনে হয় । এটি Angra ব্যান্ডের Temple Of Shadows অ্যালবাম এর গান ।
আজ এই পাঁচটি গান আপনাদের সাথে শেয়ার করলাম । আশা রাখি সবাই নিজেদের মতামত আমাকে জানাবেন । এবং যদি আপনাদের ভাল লাগে, তাহলে আবার এইরকম একটি গানে ভরা পোস্ট দেব ।