আমরা তাকে সংগ্রামী মানুষ হিসেবেই চিনি। পুরা নাম মোঃ শহীদুল ইসলাম খান। যিনি প্রতিষ্ঠাতা সার্বজনীন পরিবেশ মানবাধিকার সংস্থা(UEHRF) ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিরক্ষা ও বার্তা সংস্থা। অসহায়ের প্রতি নির্যাতন উনাকে নাড়া দিত প্রচুর। তাই যোগ দেন মানবাধিকার সংস্থার সাথে সেখানে সাফল্যের সাথে কাজ করার পর যখন দেখলেন সর্ষের মধ্যেই ভুত তখন তার তীব্র প্রতিবাদ করে চলে আসলেন সেখান থেকে। তারপর নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে গড়ে তোলেন তার এই সংস্থাটি।
যখনই কোন নির্যাতিত, মানবাধিকার বঞ্চিত কেউ উনার কাছে এসেছেন তিনি সেচ্ছায় তার অধিকার আদায়ে কাজ করে গেছেন এবং এখনও কাজ করে চলেছেন। বিনিময়ে কোন অর্থ সাহায্য তিনি প্রত্যাশা করেননি।
কিন্তু আমাদের প্রিয় এই মানুষটি আজ অসুস্থ, উনার হার্টে দুটো ব্লক ধরা পরেছে যা অতি তাড়াতাড়ি নিরাময় করা প্রয়োজন। ব্লক দুটো অপসারন করতে প্রয়োজন দুই লক্ষ টাকা। অনেকে হয়ত বলতে পারেন দুই লক্ষ টাকা আর এমন কি। কিন্তু যিনি নিজের সব বিলিয়ে দিয়েছেন অন্যের প্রয়োজনে, নিজের বলতে যার আর কিছুই নেই তার কাছে দুই লক্ষ টাকাও আজ অনেক। উনার বর্তমান অবস্থা এখন এমন যে হাসপাতালে ভর্তি হওয়ার মত টাকা তার কাছে নেই। আর আমরা যদি উনার পাশে দাড়াই তাহলে দু লক্ষ টাকা কোন ব্যাপারই হবে না।
উনার আমাকে পাঠানো বার্তাটি দেখলেই বুঝবেন উনি কতটা অসহায় এখন।
"খুব লজ্জা লাগে এভাবে ভিক্ষুকের মত চাইতে কিন্তু কি করবো ? বেঁচে থাকতে চাই আমার ছোট্ট দু,টি সন্তান আর অধিকার বঞ্চিত মানুষদের জন্য "
আমাদের সম্মিলিত প্রচেষ্ঠা উনাকে বাঁচিয়ে রাখতে পারে আমাদের মাঝে। তাই আসুন না প্লিজ উনাকে একটু সাহায্য করি।
টাকা পাঠানোর ঠিকানাঃ
পোষ্ট অফিসের মাধ্যমে পাঠাতে চাইলে..........
নামঃ শহীদুল ইসলাম খান
মোবাইলঃ ০১৭১২৫৯০৯২৩
পোষ্ট কোডঃ ১৬১০
জেলাঃ নরসিংদী
বা
উনার স্ত্রীর ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্টে।
নামঃ আয়েশা আক্তার
একাউন্ট নম্বরঃ ০১৭১২৫৯০৯২৩৪
ডাচ বাংলা ব্যাংকের যেকোন ব্রান্চ বা মোবাইল ব্যাংকিং বুথ থেকে এই নম্বরে টাকা পাঠানো যাবে।
অথবা
এই একাউন্টে যা সরাসরি উনার কাছে চলে যাবে।
নামঃ Mahmudul Hasan Ferdous
একাউন্টঃ 123.101.85339
ব্যাংকঃ Dutch Bangla Bank Ltd.
সুইফট কোডঃ DBBL BD DH
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৫৯