# আচ্ছা বিবাহ কাকে বলে?
বিবাহ এমন একটি অভিজ্ঞতা যার জন্য অনভিজ্ঞরা ব্যাকুল থাকেন, আর অভিজ্ঞরা বাকি জীবন অনুশোচনা করতে করতে কাটিয়ে দেন।
# তার মানে বিবাহের প্রথম ধাপ হচেছ---------------?
একটি ভুল সিদ্ধান্ত
# আচ্ছা একজন মানুষ কখন বিয়ে করে?
যখন তার বুদ্ধি লোপ পায়
# আচ্ছা এ্যারেঞ্জ ম্যারেজ আর প্রেমের বিয়ের মধ্যে পার্থক্য কি?
ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা আর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা।
# অনেকে বলে, প্রেম করলে বোকা হয় আর বিয়ে করলে---?
আফসোস হয়।
# অনেকে আরও বলে বিয়ে করলে ছেলেরা গাধা হয়----
আর মেয়েরা সেই গাধা চরায়।
# ইচ্ছে থাকলেও আমরা ছেলেরা কি করতে পারি না?
দ্বিতীয় বিবাহ।
# মেয়েকে বিয়ে দিলে পর হয়, ছেলেকে বিয়ে দিলে---------?
পরের হয়।
# বিয়ের দিন বর হাসি-খুশি থাকে, কিন্তু কনে কাঁদে কেন?
কারণ দু'জনই কাজ দুটো শেষ বারের মত করে তো
# বিয়ের আগে দু'জন দু'জনকে ভালোবাসে, আর বিয়ের পর---?
দু'জন দু'জনকে ভালবাসার চেষ্টা করে।
# যখন ছেলেরা মেয়েদের উতক্ত করে তখন ইভ টিজিং বলে আর মেয়েরা যখন ছেলেদের উত্যক্ত করে?
তখন সেটাকে সংসার বলে
# কোন দু'জন মানুষ বেশিরভাগ ক্ষেত্রে একমত হতে পারে না?
স্বামী আর স্ত্রী
# কোন সময় ছেলেরা কখনও মেয়েদের চিনতে পারে না?
বিয়ের আগে ও বিয়ের পরে
# কেও কেও চাকরির ক্ষেত্রে সব সময় শুধু বিবাহিতদের চাকরি দেন কেন?
কারণ, শুধু বিবাহিতরাই গালাগাল শুনেও কাজ ছাড়ে না।
# সবশেষে কী দাঁড়াচ্ছে?
বিয়ে মানে ভালোবাসার পরিসমাপ্তি।