ভুল ভুল বলতে শেখা উচিৎ
আজকে আমি েকজনকে ভুল ধরিয়ে দেয়ায় সে আমাকে অপমান করলো আর তাই এই পোস্ট লিখলাম
আমার ভাইয়া যে হলে থাকতো সেই হলের একজন গেস্ট এসেছিলো যার ভাইভা আছে , যাহোক সেজে গুজে বের হয়েছে , আমার ভাইয়াও গেট খুলে অভিবাদন জানালেন আর বললেন যে যেনো সে ভালো ভাইভা দেন।
ভাইয়া হঠাৎ খেয়াল করলেন যে ভদ্র লোকটার প্যান্টের চেন খোলা। সেই দেখে উনাকে থামালেন ভাইয়া ।ওনাকে বললেন ভাইয়া পান্টের চেনটা খোলা । উনি তড়িঘহড়ি করে চেন টা লাগিয়ে দৌড় দিলেন । এতে করে ভাইয়ার রুম মেট ভাবলেন আমার ভাইয়া মনে হই বেয়াদবি করেছে , তাই হলের বড় ভাই হিসেবে তাকে একটা চড় মেরে ছিলো।
আমার ভাইয়া সেইদিন ই বাসায় চলে এসেছিলো। মনটা খুব খারাপ ।
হঠাৎ বাসার টেলিফোনে রিং বেজে উঠলো , ওপাস থেকে চড় দেয়া ভাইয়া .. তোমার একটা গিফ্ট আছে নিয়ে যাও , আর তোমার জন্য আমার গেস্ট বসে আছে ।
তোমার সাথে দেখা করে তার পরই সে যাবে..।
যা হোক সে অনেক কথা ভাইয়া এখন অনেক বড় জব করেন ...।
আর চড় দেয়া ভাইটা এখন আমার চেয়েও খারাপ পজিশনে ঢাকাতেই জব করছে