ট্রূু, সো ট্রূু.... এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি! আর বাকি কোন কিছু ট্রূ না।
আবরার হত্যা, চার তালা থেকে মা ফেলে দিল ৪ বছরের বাচ্চা, পুকুরে ইট বেধে ডুবিয়ে দেয়া হল ৫ বছরের শিশু, টাকার লোভে অন্তসঃত্তা মা আর তার ৪ বছরের সন্তানকে হত্যা, বাবা কোলে নিয়ে চাচা কে নিয়ে খুন করল (তথ্য মোতাবেক) শিশু তুহিন কে যার হত্যার বিবরন অতীতে কোথাও কেউ শুনেছে না শুনবে! রাস্তায় প্রকাশ্যে কোপানো হচ্ছে, সম্ভ্রান্ত পরিবারের নারী কে স্কুলের মত সিকিউরড় জায়গা থেকে টেনে নিয়ে গিয়ে ছেলে ধরা বলে বিনা প্রশ্নে মেরে ফেলা হল। মাদ্রাসায় জ্বালিয়ে দেয়া হল শিক্ষাত্রী, হুজুর করল ধর্ষণ। মাত্র মাস খানেকের ঘটনা এগুলা!
অপরাধীদের শ্রেনী বৌচিত্র দেখলে গা শিউরে উঠে। উচ্চ শিক্ষিত, মধ্যম শিক্ষিত, কু শিক্ষিত সবাই আছে।
অর্থনৈতিক বিপ্লব, রাজনৈতিক দেউলিয়াপনা, ডিজটাল সমাজের উত্থানের আড়ালে আমাদের স্বাভাবিক সমাজের মারাত্তক ডেমেজ হয়ে গেছে। বাংগালী জাতী হয়ে গেছে একটা বিকৃত মানষীকতা সম্পন্ন জাতী। চরম লেভেলের পার্সনালিটি ডেমেজ হয়েছে সর্বত্র। ভদ্র চেহারায় ঘুরে বেড়াচ্ছে অস্থীর, উন্মাদ আর পিশাচরা। লোভ, স্বার্থপরতা, নৃশংসতা.... আইয়্যামে জাহিলিয়াতের যে বর্ণানা শুনে বড় হয়েছি, তাকেও অনেক বেশী ছাড়ীয়ে গেছে।
সামাজীক বিজ্ঞানীরা নড়েচড়ে বসা উচিৎ (যদি ওই লেভেলের কেউ থেকে থাকে) কেন এগুলা হচ্ছে এবং পরিত্রাণের উপায় কি ভাবার জন্য।
রাষ্ট্রীর ভাবে, প্রাতীষ্ঠানীক ভাবে, ধর্মীয় ভাবে, মিডিয়া দিয়ে সবাই একযোগে নেমে পড়তে হবে অদৃশ্য, সুনামীর চাইতেও ভয়াবহ এই দূর্যোগ মোকাবেলায়।
নাহলে শিঘ্রই অন্য দেশগুলা বাংলাদেশকে উদাহরণ করে গবেষণা করবে একটা জাতী কিভাবে ধংস হয় এবং What not to do as a nation.
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮