জরিপের ফলাফল নিন্মে দেওয়া হলো :
লিঙ্গ ভিত্তিক ফলাফল:
পুরুষ ব্লগার: ৫৭%
নাম, পূর্ব পরিচয় এবং খোঁজ খবর নিয়ে যা জানতে পারা গিয়েছে।
মহিলা ব্লগার: ২৮%
নাম, পূর্ব পরিচয় এবং খোঁজ খবর নিয়ে যা জানতে পারা গিয়েছে।
অন্যান্য : ১৫%
১। এদের বেশিরভাগই পুরুষ হয়ে নারী নিক অথবা নারী হয়ে পুরুষ নিক ধারণ করেছেন। প্রথমটাই বেশি ঘটতে দেখা যায়।
২। নাম দেখে বা খোঁজ নিয়ে জানা যায়নি।
ব্লগারদের চারিত্রিক(কমেন্ট ও পোস্টের উপর ভিত্তি করে)বৈশিষ্ট্য ভিত্তিক ফলাফল:
চাটুকার ব্লগার: ১৪%
এদের সম্পর্কে বলার কিছু নাই।
আত্মপ্রচারক ব্লগার: ১১%
এরা নিজের ব্লগের হিট সংখ্যা প্রচার করতে ভালোবাসেন। সেঞ্চুরী, হাফসেঞ্চুরী পোস্ট ঘটা করে প্রকাশ করেন। অথবা এদের প্রায় সব পোস্টই নিজেকে নিয়ে লেখা।
আত্মকেন্দ্রিক ব্লগার: ৯%
এরা খুব কম লিখেন, কম কমেন্ট করেন। যখন ইচ্ছা হয় তখন লিখে গুম হয়ে বসে থাকেন। কেউ কমেন্ট দিলে দিক না দিলে নাই আমার লেখার ইচ্ছা হয়েছে লিখেছি এমন একটা ভাবসাব এদের মাঝে বিদ্যমান। ব্লগের কোন কাইজ্যাতে যেমন এদের দেখা যায়না তেমনি কোন মিলনমেলায়ও দেখা যায়না।
আজাইরা ব্লগার: ৪৩%
১। মুলত এরাই সামু ব্লগের "অনলাইনে আছেন" অপশনটি বাঁচিয়ে রেখেছেন। এদের গতিবিধি দেখা যায়না কিন্তু তারা সর্বদাই অনলাইনে থাকেন।
২। এরা আজাইরা পোস্ট দিতে পছন্দ করেন। যেমন : "আমার আজ পেটে ব্যাথা", শিরোনামে এক লাইনের পোস্ট। অথবা "ঘোড়া কি ডিম পাড়ে?" বা "আলু কেন জাতীয় ফল নয়?" টাইপ পোস্ট দিয়ে ব্লগের পৃষ্ঠা বাড়ানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
একেবারে নিরীহ ব্লগার: ২৩%
এরা নিরীহ। বলার কিছু নাই।
মন্তব্যের সংখ্যা ও পোস্ট কন্টেন্ট ভিত্তিক ফলালফল:
খরা পোস্ট: ৫১%
এগুলোর বেশির ভাগই কবিতা বা সংবাদ ভিত্তিক পোস্ট। এর মাজে কিছু প্রেমের গল্পও দেখা যায়। মন্তব্য খরায় ভুগে এসব পোস্ট।
জনপ্রিয় পোস্ট: ৭%
সারাদিনে এ ধরনের পোস্ট ২টা/ ৩টা থাকে। মন্তব্যের বন্যা বয়ে যায়। এ ধরনের পোস্ট আল্টিমেটলি চ্যাটিং পর্যায়ে চলে যায়। অনেকসময় এসব পোস্টের কমেন্টস্ পোস্টের বিষয়বস্তুর উপর নির্ভর না করে পোস্ট দাতা কে তার উপরও নির্ভর করে।
আজাইরা পোস্ট: ২৮%
এসব পোস্টের বিষয়বস্তু যেমন আজাইরা....মন্ত্যব্যও আজাইরা।
কাইজ্যা পোস্ট : ৬%
সাধারণত আস্তিকতা নাস্তিকতা, ইসলাম ও বিজ্ঞানের ক্রস কানেক্শন টাইপ বিষয়বস্তু থাকে এসব পোস্টে, জবাব পাল্টা জবাব, এরে ভালাপাই, ঐ বেটা খারাপ, গালাগালি, কাইজ্যা এবং ইত্যাদি ইত্যাদি এসব পোস্টের বিষয়বস্তু। এসব পোস্টে সাধারণত মাইনাসের আধিক্য দেখা যায়। ঋতূভেদে এসব পোস্টের সংখ্যা ওঠানামা করে।
বেকুব পোস্ট: ৮%
এসব পোস্টের মূল বিষয়বস্তু হলো রাজনীতি। আওয়ামী প্রেমী, বিএনপি প্রেমী এবং জামাত শিবির প্রেমীরাই মূলত এসব পোস্ট দিয়ে থাকেন। এসব পোস্টেও মাইনাসের আধিক্য দেখা যায়। ঋতূভেদে এসব পোস্টের সংখ্যা ওঠানামা করে।
সত্যিকারের ভালো পোস্ট: ৪%
এগুলো খুব দুর্লভ পোস্ট। এসব পোস্ট মাঝে মাঝে জনপ্রিয় হয় আবার মাঝে মাঝে অনলাইন ব্লগারদের আকর্ষণ করতে না পারায় কমেন্ট খরায় ভুগে। এসব পোস্টের বিষয়বস্তু সংবাদ, কবিতা, গল্প, গান, অভিজ্ঞতা যেকোন কিছুই হতে পারে।
বি:দ্র:
১। পাগল এবং ব্যতিক্রম কোনকিছুই জরিপে অন্তর্ভুক্ত করা হয়নি।
২। যেসব নতুন ব্লগার এখনো নিরাপদ হননি তাদেরকেও জরিপে অন্তর্ভুক্ত করা হয়নি।
৩। জরিপ ২ বড়সড় আকারে করা হবে যদি আজাইরা সময় পাই।
৪। অন্যকেউ এ সার্ভে আগে করে থাকলে সেটা খুব ভালো উদ্যোগ বলে গণ্য করা হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৯