আমি জীবনে প্রথমবারের মত ব্লক হইলাম....ব্লক হওয়া যে এত আনন্দানুভুতি জাগাতে পারে এইটা প্রথমবারের মত টের পেলাম...
দেশের গর্ব...জনপ্রিয় হড়ড় লেখক, পিশাচ কাহিনী যার রন্ধ্রে রন্ধ্রে গতিশীল, অসংখ্য নারী নিকের স্রষ্টা, আধুনিক যুগের "বাংলার ব্রাম স্টোকার/স্টিফেন কিং" এবং অগণিত পাঠক/পাঠিকার নয়নের মণি "নাফে মোহাম্মদ এনাম" আমাকে ব্লক করেছেন। আমার দোষ তার ইন্টারভিউ নিতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমার ১নং প্রশ্নের উত্তর দিয়েই আমাকে বাকরুদ্ধ করে দিলেন। উনি সম্ভবত "টাইমস্" কিংবা "ভোগ" ছাড়া কোথাও ইন্টারভিউ দেন না। তো এটা আমাকে আগে জানালেই হত!!
নাফে ভাইয়ের প্রতি নিক্ষেপিত প্রথম প্রশ্ন ছিল...
প্রশ্ন: আপনি যে নিজেই একটা ভূত/ প্রেতাত্মা এটা আপনি কবে টের পেয়েছেন?
নাফে ভাইয়ের উত্তর: আপনার ব্লগে গিয়ে দেখি আপনি গল্প লিখেন, তাই অনিশ্চয়তার মধ্যে আছি আপনাকে ব্লক করব কি করব না।
আমি প্রথম যখন আয়নার সামনে দাঁড়াই তখনই আবিস্কার করি ব্যাপারটা।
এরপর ইন্টারভিউ আর আগায় নাই.......
যাই হোক.....নাফে ভাই ভূত/প্রেতাত্মা/পিশাচ যেটাই হোন না কেন তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামণা করি এবং তিনি যেন একদিন সারা পৃথিবীতে পিশাচ ঝড় তুলে পাঠকের হৃদয়ে গেঁথে থাকতে পারেন সেই দোয়া করি......
উনি গতকাল আমার ব্লগে পদধুলী( বানানে সন্দেহ আছে) দিয়ে আমার ব্লগ জীবনে আরও একটি সোনালী অধ্যায় রচনা করলেন....
নাফে ভাই আমি আপনার শুভাকাঙ্খী অন্ধ ভক্ত। দুষ্ট লোকেরা বলে আপনি নিজেই নাকি নারী নিকে নিজের বিজ্ঞাপণ করেন....আমরা আপনার ভক্তরা এসব দুষ্ট লোকের কথায় কান দেইনা। যে যাই বলুক আপনি হড়ড় চালায় যান.....বিজয় আসবেই।
আপনার প্রতি এই ভক্তের আকুল আবেদন প্লিজ আমাকে আনব্লক করেন। যদি আনব্লক করেন তাহলে ২নং প্রশ্ন করতাম....