আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে টেলিটক এর সেই বহুল প্রতীক্ষিত ৩জি লাইন এখন বাংলাদেশে চালু হয়েছে। শুরুতেই ৩জি এর ট্যারিফ ও প্ল্যান জেনে নিন।
এবার প্রশ্নোত্তর পর্বঃ
১। 3G এটা মনে হয় একটি সিম কাড? আর এটা কি মোবাইল এবং কম্পিউটার দু’টিতেই ব্যবহার করা যাবে?
উত্তরঃ 3G হচ্ছে একটি নতুন প্রযুক্তি যেটাকে তৃতীয় প্রজন্মের প্রযুক্তিও বলা হয়। ৩জি এর নেটওয়ার্ক অনেক উন্নত এবং এটা দিয়ে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করা যায়। তবে যে মোবাইল অপারেটর এই ৩জি লাইন চালু করেছে আপনাকে অবশ্যই তাদের একটি সিম ব্যবহার করা লাগবে। বর্তমানে টেলিটক ৩জি চালু করেছে। এই ধরনের আরও প্রশ্নের উত্তর দেখুন এখানে দেখুন।
২। যদি মোবাইলে ব্যবহার করা যায় কোন ধরনের মোবাইলে ব্যবহার করলে এর সব কাজ করতে পারব? মোবাইলের মডেল এবং দাম কত?
উত্তরঃ আপনি একটু ইন্টারনেটে খোজ নিয়ে দেখুন অনেক মোবাইলে ৩জি আছে। সাধারনত এন্ড্রয়েড ফোন,আইফোন ও সিম্বিয়ান অপারেটিং সিস্টেম চালিত মোবাইল গুলোতে 3G আছে। দাম সর্বনিন্ম ৭ হাজার থেকে শুরু করে বিভিন্ন দামের রয়েছে। কিছু ৩জি সাপোর্টেড মোবাইল এর মডেল ও সম্ভব্য দামঃ NokiaC2-03 = 8700tk ও Nokia C5-03 = 17000tk,
৩। আমি শুনেছি 3G দিয়ে ভিডিও কল করা যায়, এটা কি আমরা skype এর মাধ্যমে যে ভাবে কম্পিউটার দিয়ে ভিডিও কল করলে যে রকম হয় সে রকম মোবাইলে সম্ভব?
উত্তরঃ 3G দিয়ে শুধু মাত্র অন্য একটি 3G নেটওয়ার্কের সাথে ভিডিও কল করা যায়। তবে আপনি Skype ব্যবহার করে করতে পারবেন। সেক্ষেত্রে দুই জনেরই skype থাকা লাগবে।
৪। 3G এর নেটওয়ার্ক কি আলাদা? না যেখানে টেলিকট এর নেটওয়ার্ক আছে সেখানে 3G চালানো যাবে।
উত্তরঃ টেলিটক এর নেটওয়ার্কের সাথেই চালানো যাবে। তবে এটার জন্যে নতুন সিম কেনা লাগবে পোস্টের উপরেই দেওয়া আছে সংযোগ মূল্য।
৫। আমার মোবাইলে ভিডিও কল এর অপশন আছে ,এটা দিয়ে কি 3G চালানো যাবে?
উত্তরঃ অনেক মোবাইলেই ভিডিও কল এর অপশন রয়েছে কিন্তু 3G নেই। তাই 3G নেটওয়ার্ক সাপোর্ট না করলে ঐ অপশন থেকে কোন লাভ নেই।
আরও বিস্তারিত জানতে এখানে দেখুন
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:১০