হোস্টিং নিয়ে বিড়ম্বনায় পড়েছেন এরকম লোক প্রচুর রয়েছেন। এটার প্রধান কারণ হল আমরা বেশির ভাগ মানুষ শখ করে কিংবা ব্যাবসায়ীক কাজে একটি ওয়েবসাইট তৈরী করে থাকি। কিন্তু আমরা অধিকাংশ মানুষ হোস্টিং এর সার্ভার, আপটাইম এবং বিভিন্ন টেকনিক্যাল এনালাইসিস গুলো না করেই সব সময় সস্তা অফারের সস্তা অথবা নিন্ম মানের হোস্টিং কিনে ব্যাবহার করি বিশ্বস্ত অথবা অবিশ্বস্ত হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে। যার ফলে আমাদের কে নানা ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। অথবা হারাতে হচ্ছে অনেক ভিজিটর/ট্রাফিক।
ধরুন আপনার একটি দোকান আছে। হতে পারে সেখানে অনেক কিছুই বেচা-কেনা হয়। হতে পারে সেখানে প্রতিদিন বিভিন্ন সময়ে প্রচুর কাস্টমার আসে। এখন যদি সময়-অসময়ে এবং আপনার নিজের অজান্তেই ঐ দোকানটি মাঝে মাঝে উদাহ হয়ে যায়। অর্থাৎ আপনার দোকান যেখানে ছিল সেখানে নেই এবং দোকানের সামনে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে এই মুহুর্তে দোকানটি এখানে খুজে পাওয়া যাচ্ছে না। তখন কি হবে বলুন তো? কাস্টমার তো দোকানে এসে ফিরে যাবেই এবং এক দ্বিতীয়বার ঐ দোকানে আর নাও আসতে পারে। আর এভাবে চলতে থাকলে তো আপনার ব্যাবসার লাল বাতি জলে যাবে।
ঠিক এমন করেই আপনার ওয়েবসাইট যখন ডাউন থাকবে তখন অন্যরা দেখতে পারবে না। আর এভাবেই হারিয়ে যেতে পারে আপনার অসংখ্য ভিজিটর। আর আপনি নিশ্চয় এটা চাইবেন না??
বাংলাদেশে বাটপার হোস্টিং কোম্পানীর অভাব নেই। আর এই সব বাটপার হোস্টিং প্রোভাইডার গুলোর ভিড়ে প্রকৃত হোস্টিং ব্যাবসায়ী দের কে আমরা খুজে পাই না।
এপ্ট কম এর সাথে মোটামুটি অনেক দিন ধরেই পরিচিত এবং তাদের হোস্টিং আমি ব্যাবহার করেছি। তাই নিসন্দেহে বলতে পারি তাদের হোস্টিং সার্ভিস অত্যান্ত ভালো। এবং আমি নিজেও ব্যাবহার করে সন্তষ্ট। আর সেই কৃতজ্ঞতা স্বরূপ আমি তাদের হোস্টিং সম্পর্কে রিভিউ করলাম।
এপ্ট কম সম্পর্কে এবং এর সকল হোস্টিং এর উপর থাকছে বিশেষ ছাড় সম্পর্কে জানতে বিস্তারিত এখানে দেখুন।
বিঃদ্রঃ- লেখার কন্সেপ্ট এবং লেখাটি সংগ্রহ করেছি ব্লগার মোঃ সাইফুর রহমান (সাইফ) ভাই এর কাছ থেকে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৪০