Samsung মোবাইল প্রচণ্ড গরম হয়ে থাকে, তো আমরা এই গরমকে অনেক কাজে লাগাতে পারি।
যেমন যাদের টনসিল বা গলা ব্যাথা আছে তারা মোবাইলটা গরম করে গলায় ছেঁক দিতে পারেন।
যাদের পা ব্যাথা, বাতের ব্যাথা আছে তারাও কিন্তু ছেঁক দিতে পারেন।
যেহেতু শীত চলে এসেছে, সেহেতু আপনার হাত কান গরম করার জন্য Samsung মোবাইল কে ব্যাবহার করতে পারেন।
এই শীতে হঠাৎ করে ব্যাথা পেয়েছেন? কোন সমস্যা নেই! এখনি আপনি আপনার Samsung মোবাইলে গেম খেলে গরম করে নিন তারপর ধীরে ধীরে ব্যাথার যায়গায় লাগান আরাম লাগবে!।
আবার যারা অন্য কিছু গরম করতে চান তারাও করতে পারেন। বেশি না, মাত্র ১ মিনিট মাল্টি টাস্কিং করুন, দেখবেন কি গরম হয়ে গিয়েছে।
সাথে অবশ্যই পাওয়ার ব্যাংক রাখতে ভুলবেন না।