সারা বিশ্ব করোনার থাবায় দিশেহারা । মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে । সারা বিশ্বের প্রতিটি দেশে যখন জীবন বাঁচানোর জন্য আকুতি করছে, প্রাণপন চেষ্টা করছে তখন আমাদের দেশের জনগন, সরকার, রাষ্ট্র, সমাজ আমরা কি করছি ? খুব আতঙ্কের মধ্যে প্রতিটি সময় পার করছি । কখন কোন সময় করোনার থাবা নিজের উপর পারিবারের উপর আত্নীয়ের উপর পরে তা নিশ্চিত করে বলা যায়না । তিন মাস প্রায় পার হতে চললো- অথচ আমরা, রাষ্ট্র, সরকার কোথায় দাড়িয়ে আছি । এসব চিন্তা করলে চোখে অন্ধকার দেখি, দম বন্ধ হয়ে আসে । আমরা এত উদাসীন, স্বার্থপর, বোকা, ধর্মান্ধ, কুসংস্কার এর মধ্যে ডুবে আছি । যারা রাস্ট্র নিয়ন্ত্রন করে তারাও যেমন উদাসীন স্বার্থপর তেমনি সাধারন জনগন আমরাও বোকার রাজ্যে, অন্ধকার জগতে বিচরন করে আছি ।
তবে চীন ও ইতালীর কাছ থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র ও সরকার ইচ্ছা করলে জনগনকে এ মরনথাবা থেকে রক্ষা করতে পারে । এখন এভাবে গড়িমসি করে হাত পা গুটিয়ে বসে থাকার সময় না । সব জেলা, শহর, লক ডাউন করা খুব জরুরী । সমস্যা থাকবেই তবে তার থেকে জীবন বড় । যদি জীবনই না থাকে তখন সমস্যা দিয়ে কি হবে? অনেক কিছু লিখতে ইচ্ছে করে, কিন্তু সেভাবে গুছিয়ে লিখতে পারিনা, পারছিনা ।
গ্রামের জনগন এখনো করোনা রোগ সম্পর্কে যেন জানেইনা এমনও রয়েছে । বাজারঘাট, আড্ডা, চলাফেরা, গল্পগুজব ডিব্বি চলমান । কারো কোন চিন্তা দেখিনা - আগে যেমন, এখনো তেমন । অথচ কোথায় আমাদের সবার সামনে এত ভয়ানক মৃত্যু ও করুন পরিনতি এগিয়ে আসছে তার জন্য যেন কোন মাথাব্যাথা নেই ।
আমার দৃষ্টিতে যা করা দরকারঃ
১। প্রতিটি গ্রামে মাইকিং করে ঘর থেকে বের হতে নিষেধ করা--এক যোগে-সারা দেশ, সারা গ্রাম, সারা শহর
২। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জোর করে বাধ্য করা-প্রতিটি গ্রামেই সরকারী/বেসরকারী স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের দ্বারা
৩। মাস্ক, গ্লাবস ও সুরক্ষার পোষাক সাপ্লাই দেয়া,
৪। সেনাবাহিনী, পুলিশবাহিনী, নৌবাহিনী-যৌথ বাহিনী সবাইকে কাজে নামানো।
৫। কোন প্রাইভেট ক্লিনিক/সেন্টার থাকবেনা-সব সরকারী নির্দেশনা দিয়ে করাইন্টাইন এর ব্যবস্থা করা ও আইসিইউ এর ব্যবস্থা করা
৬। দিনমজুর, অনাথ, বিধবা, দরিদ্র তাদের জন্য সরকারী রেশন অন্তত একমাসের জন্য চালু করা
৭। সরকারী, বেসরকারী, আন্তার্জাতিক সকল প্রতিষ্ঠান একযোগে কাজ করা
৮। স্থল , আকাশ, জল--সব রাস্তা বন্ধ করে দেয়া ।
৯। আইন প্রয়োকারী সংস্থার কঠিন শাস্তি ও প্রয়োগ দরকার ।।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৯