প্রচন্ড একটি চাপের মধ্যে আছি
দ্বিধা দ্বন্দ ইতিবাচক নেতিবাচক
কি হবে, আদৌ হবে কি
কেন হবেনা, হতে তো হবে
একটি আঁধার কালো পথে -- হেটে চলেছি ।
গন্তব্য যেখানে-কতদূর
সেই পর্যন্ত হাটার শক্তি আমার আছে কি
হাটতে তো হবে-ই
চলতে হবে- পা যদি হঠাৎ অচল হয়
কি হবে তখন ।।
তীরে এসে তরী ডুবে গেলে
সর্বনাশ
দেখা যাচ্ছে, অথচ কাছে এসে ঘ্রাণ নিতে না পারলে
মহাপাপ
ছোঁতে ছোঁতেই হারিয়ে গেলে
হতাশ
না, তা কি করে হয়, তোমার হাতে হাত রাখতেই যে হয় ।।
কে যেন ফিস ফিস করে বলে চলেছে
ভয় নেই, এসেই তো গেছো
হাতে ফুল নাও, মাথায় চিরুনী দাও
চোখে জ্যেতি উজ্জ্বল করো-- দেখতে পাচ্ছো
এইতো তোমার আকাংখিত সেই ঠিকানা ।।
সত্যি তাই হোক
কোন সন্দিহার রাখতে চাইনা
দেহে মনে প্রাণে--
আমি সত্যি এসেই গেছি -- পরম চাওয়ার সেই ঠিকানায় ।।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫