আমার মা
যিনি কোনদিন কিছু লাগবে বলে প্রকাশ করিনি এখনো
তার এটা প্রয়োজন সেটা প্রয়োজন, এমন কোনদিনও বলেনি
তার ব্যথা , যন্ত্রনা, কষ্ট, বেদনা
কোনদিনও কারো কাছে হয়নি বলা, বলেনা, বলবেনা ---
শত অভাব অনটনেও হতাশা দেখিনি তার
শত পরিশ্রমেও ক্লান্ত হতে দেখিনি কোনদিন
শত ক্ষুধা হয়তো পেটে, ক্ষুধা লেগেছে বলেনি কোনকালেও
শত যন্ত্রনাতেও নিরবে নিভৃতে সহ্য করেছে সব
আমার মা ।।
হাসতে শিখিয়েছে, স্বপ্ন দেখতে শিখিয়েছে
চলতে শিখিয়েছে, বলতে শিখিয়েছে
দয়া করুনা মমতা মায়া সহায্য সহযোগিতা
সব-- আমার মার কাছ থেকেই পেয়েছি
তিনি আমার মা -- নাচ, গান, অভিনয়, খেলা কোনটাই নেই বাদ
সবই মার অবদান--মা ছাড়া আমি নিষ্প্রাণ -- আমার জীবন মা
ভালবাসা মা ।।
সকল মার জন্য শ্রদ্ধা, ভালবাসা ও সুস্থ্য থাকুক
মনে প্রাণে প্রার্থনা করি, মা দিবস প্রতিবছর আসুক নতুন মায়া মমতা নিয়ে
বুক উজার করে, আরো সবর্ৎকৃষ্ট দিন হয়ে--প্রতিবার , বারবার ।।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৯ বিকাল ৩:১৯