জন্মিলেই মরন অনিবার্য তোমার, আমার, সবার জন্য
তারপরও কেউ যেন মরনকে বরন করতে চায়না
তোমার বা আমার চাওয়াতে মরনের কোন যায় আসেনা
যখন তার সময় হয় নিজেই তোমাকে বরন করে নিবে ।।
চলার পথে হাসি আনন্দ দুঃখ বেদনা, প্রেম ভালবাসা
অবিরত কথা বলে যায় প্রতিটি মানুষের জীবনের সাথে
কেউ বলে আগে, কেউ বলে পরে
কেউ আসে কাছে, কেউবা থাকে দূরে দূরে -তবুও সাথেই থাকে ।।
মরনের কাছে ভীড়তে চায়না কেউ স্বইচ্ছাই
তাতে কি ?
সে তো আসবেই, ছন্দবিহীনভাবে --আসবেই
সারাক্ষন সুর করে বলে চলে--
তুমি মাটি-মাটিতেই তোমার আশ্রয়
কেউ শুনে-অনেকেই শুনিনা -- শুনতে তো হবেই
মানতে তো হবেই ---।।
ছন্দবিহীন মরন , তুমি ভাল থেকো -অসময়ে নয়
সুসময়ে কাছে এসো - বরন করে নিবো হাসিমূখে ।।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৯ সকাল ১১:৩১