সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি কে না চায়। নিজে হোক বা নিজের চারপাশ হোক খুব পরিষ্কার সুন্দর ও পরিচ্ছন্ন হলে এমনিতেই সবই সুন্দর মনে হয়। নিজের ঘরবাড়ি সুন্দর রাখার পাশাপাশি রাস্তাঘাট ড্রেন বাজার মাঠ সব কিছুই যদি পরিষ্কার থাকে তাহলে সেই শহরটি এমনিতেই সুন্দর লাগে। নিরাপদ শহর সুন্দর শহর উন্নয়নের শহর শিক্ষার শহর যা কিছু বলিনা কেন সেই শহরটি প্রধান ও প্রথম শর্ত থাকে পরিস্কার পরিচ্ছন্নতা।
যারা শহরে বসবাস করে সাধারণ জনগন ছাত্রছাত্রী, গৃহিনী, ব্যবসায়ী, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনীতিবীদ সবাই এক হয়ে নিজেদের শহরকে সুন্দর করার জন্য পরিচ্ছন্ন করার জন্য যদি চেষ্টা করা না হয় সচেতন না হয় তাহলে সেই শহরের পরিবেশ কোনদিনও সুন্দর হতে পারেনা।
অর্ধেক জনসাধারণ সচেতন আবার অনেকেই যেখানে সেখানে ময়লা ফেলে শহরের রাস্তাঘাট, ড্রেন আবর্জনাময় করে তোলে তাহলে সে শহরের পরিবেশ কি সুন্দর থাকবে? ময়মনসিংহ শহরকে সুন্দর করার জন্য ময়সিংহ মিনিসিপালিটির সুযোগ্য মেয়র সাহেব অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তিনি সব লেভেলে সকল জনগণকে সুন্দর করার জন্য সচেতন হতে আহবান জানিয়েছেন এবং এ প্রিয় ময়মনসিংহ শহরকে তিলোত্তমা নগরী করার জন্য ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন।
ওয়ার্ল্ডভিশন একটি বেসরকারি প্রতিষ্ঠান যেখানে শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে তারি ধারাবাহিকতায় ময়মনসিংহ শহরকে শিশুদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য গত ১৯ অক্টোবর ২০১৭ ইং তারিখে ময়মনসিংহ এপির ক্লাস্টার ব্যবস্থাপক মিঃ রাজু উইলিয়াম রোজারিও মাননীয় মেয়র মহোদয় ইকরামুল হক টিটুর হাতে ১২ টি ময়লা আবজর্না অপসারনের জন্য ভ্যান গাড়ী হস্তান্তর করেন।
সেই সময় ১২ টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দও উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ শহর সুন্দর মনোরম নিরাপদ পরিচ্ছন্ন ও শান্তির শহর হোক সুযোগ্য নেতা বিজ্ঞ মেয়র ইকরামুল হক টিটুর হাত ধরে এ কামনা করি। ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৯