অতীত র্বতমান ভবিষ্যৎ, আকাশ বাতাস, স্বপ্ন সাধনা
শুরু এবং শেষ বলতে যেন কিছু নেই
চারিপাশে কত সমাহার, কত রঙবেরঙ
কোন কিছুরই স্থিরতা নেই যেন ।।
ছিলাম, আছি, থাকবো কতদিন
যোগ বিয়োগে কোনটাই মিল নেই
হিসাবের খাতায় সমাধান হয়না
হযবরল অবিরত-- চলমান, র্সবদা ।
প্রেম বিরহ বেদনা ব্যাথা দুঃখ কষ্ট
হাসি কান্না রাগ সাধনা, ভালবাসা
জীবন মরন স্বপ্ন সবই থাকে মনের আলিঙ্গনে
কত আপন সবাই, মায়া মমতায় জড়ানো অন্তরে অন্তরে
সবই কল্পনার খেলা ।।
বাস্তবতা বড় জটিল, পাটিগণিত বীজগণিত সূত্র ধরে মিলেনা
প্রশ্নমালায় হাজার প্রশ্ন
উত্তর মালাই শূন্য ।
ধরনীর অর্ন্তজাল বড় যাদুকরী ।।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫