মনের মধ্যে একটা প্রশ্ন; খুব ঘোরাঘুরি করছে;
চানতে চাই; উত্তর দিন
৭ই মার্চ, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান "স্বাধীনতার ডাক" দিলেন ঢাকার রেসকোর্স ময়দানে. এরপর ১৪ তারিখ হতে ২২ তারিখ পর্যন্ত ভুট্টো সাহেবের সাথে মুজিব সাহেবের দফায় দফায় বৈঠক হয়. রেজাল্ট: শুন্য. ওরি সুত্র ধরেই, ২৫ শে মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামক গনহত্যা চালায় ইয়াহিয়া খানের দল. সে রাতে হানাদার বাহীনিরা ঢাকা সহ বিভিন্ন জায়গাতে অধ্যাপক, বুদ্ধিজীবি, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেক সাধারন মানুষদের খুন করে, যার সংখ্যা ছিল প্রায় ৫০,০০০ জন নর-নারি.
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ওই রাতে (অথাৎ ১২ টার পর) "স্বাধীনতার ঘোষনা" দেওয়ার পর তার নিজস্ব বাসভবন থেকে আটক হন. তাকে হানাদার বাহীনিরা বন্দী করে নিয়ে যায় পেশোয়ারের মিওয়ালীর কারাগারে; সেখানে তিনি ১০ মাস ধরে বন্দী থাকেন. ১৯৪৭ সালের দেশ বিভক্ত হওয়ার সময় থেকে শুরু করে '৭১- এর যুদ্ধোর সময় পর্যন্ত অনেক মানুষদেরকে হত্যা গনহত্যা, নিযাতন চালিয়েছে পশ্চিম পাকিস্তান বাঙ্গালীদের উপরে.
এখন প্রশ্নঃ
ওই রাতে যদি হানাদার বাহীনিরা ৫০,০০০ বাঙ্গালীদেরকে হত্যা করতে পারে, তাহলে সেই রাতে কেন তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা না করে; তেনাকে বন্দী করে নিয়ে যায় পেশোয়ারের মিওয়ালীর কারাগারে?
যুদ্ধের সময় শুধু তেনার পরিবারেই কেন সুরক্ষীত থাকলো?
পুনশ্চঃ কয়েকদিন ধরে অনেক ইতিহাস পড়লাম আর অনেক কিছু জানলাম. দেশ স্বাধীন করার পেছনে আওয়ামী লীগ অনেক গুরুত্বপুর্ন অবদান ও ভূমিকা রেখেছেন; ফজলুল হক, মাওলানা ভাষানী, সোহরাওয়ারদী ও মুজিবর রহমান দেশর জন্য যা করেছেন তা আসলেই অতুলনীয়; তাদের প্রতি আমার জন্ম হয়েছে ভালবাসা আর শ্রোদ্ধা
কিন্তু উত্তরটা যানাবেন:
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৭