আজি এই কৃষ্ণপক্ষে তোমাকে খুঁজছি
এসো পূর্ণিমা আলো হাতে
কাঞ্চনমূল্য পারবো না দিতে
তবু দেবো ভালোবাসা যা কিছু আছে।
প্রতীত হও অন্তরে প্রদীপ্ত করো তারে
মিলন সেতুতে ব্যপ্ত করো প্রমত্ত চিত্ত
ঢেলে পীযূষধারা অন্তরঙ্গ সময়ের বুক হতে
নিঃস্ব করো অনিঃশেষ নিঃসঙ্গতার ক্ষত।
অন্তঃসারশূন্য প্রলাপবাক্য নয় যা বাড়িয়েছে সংকট
বাড়িয়েছে অনাসক্ত জীবনে প্রেম-বিচ্ছিন্নতা
আত্মলুপ্তির যন্ত্রণা থেকে মুক্ত করো এ মানসলোক
অনস্বাদিত মুক্তি থেকে দাও মুক্তি।
সংগুপ্ত নির্ঝরিণীকে করে তোলো চঞ্চল, অনুপল
যাক সে ভুলে একাকিত্ব, হোক প্রেমানুরক্ত নদী
প্রিয়ংবদা নারীর মতো গুঞ্জরণে গুঞ্জিত হোক শিহরণ,
ক্ষীয়মান হৃদয়ের নির্জন কুটিরে।
অবলুপ্ত করে বিপ্রতীপ ভাবনা যত
প্রণয়ী সাগরের বুকে হোক মহানির্বাণ।
বিঃ দ্রঃ
আমি নতুন ব্লগার। আশা করি সবার সহোযোগিতা পাব।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯